পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Kapil Dev: অতিরিক্ত ধকল এড়াতে বুমরাদের আইপিএল না-খেলার পরামর্শ কপিলের - বুমরাদের আইপিএল না খেলার পরামর্শ কপিলের

সম্প্রতি এক অনুষ্ঠানে বিশ্বজয়ী ভারত অধিনায়ক কপিল দেব (Kapil Dev) জানান, ইদানিং তিনি ক্রিকেটারদের থেকে আইপিএলে (Indian Premier League) ব্যাপক চাপের কথা হামেশাই শুনে থাকেন ৷ আর সেই চাপ কাটানোর জন্য একমাত্র রাস্তা হিসেবে প্রতিযোগিতায় না-খেলার কথা বলেন ৷

Kapil Dev
অতিরিক্ত ধকল এড়াতে বুমরাদের আইপিএল না-খেলার পরামর্শ কপিলের

By

Published : Oct 9, 2022, 7:03 PM IST

মুম্বই, 9 অক্টোবর:আইপিএলের (Indian Premier League) অতিরিক্ত চাপে যদি জাতীয় দলের জার্সিতে মোক্ষম টুর্নামেন্ট মিস হয়ে যায় তাহলে ফ্র্যাঞ্চাইজি লিগ না-খেলাই শ্রেয় ৷ আধুনিক ক্রিকেটের চাপ সামলানোর মন্ত্র দিতে গিয়ে ক্রিকেটারদের এমনই দাওয়াই দিলেন কপিল দেব নিখাঞ্জ (Kapil Dev says do not play IPL to avoid pressure) ৷

সম্প্রতি এক অনুষ্ঠানে বিশ্বজয়ী ভারত অধিনায়ক জানান, ইদানিং তিনি ক্রিকেটারদের থেকে আইপিএল খেলার চাপের কথা হামেশাই শুনে থাকেন ৷ আর সেই চাপ কাটানোর জন্য একমাত্র রাস্তা হিসেবে প্রতিযোগিতায় না-খেলার কথা বলেন ৷

কিংবদন্তি বলেন, "আমি টেলিভিশনে বহু ক্রিকেটারদের বলতে শুনেছি আইপিএল খেলা ভীষণ ঝক্কি, ভীষণ চাপের ৷ এর ওষুধ হিসেবে আমি শুধু এটুকুই বলতে পারি যে খেলো না আইপিএল ৷" একইসঙ্গে 'হরিয়ানা হ্যারিকেন' জানান, খেলার প্রতি প্যাশন থাকলে চাপ অনুভূত হয় না ৷

বিশ্বজয়ীর কথায়, "একজন ক্রিকেটারের যদি খেলার প্রতি প্যাশন থেকে থাকে তাহলে সে কোনও চাপই বুঝতে পারবে না ৷ আমি প্যাশন, ডিপ্রেশনের মত মার্কিন শব্দগুলিকে খুব একটা বিশ্বাস করি না ৷ আমি এক কৃষক পরিবারের ছেলে, আমরা আনন্দ করেই ক্রিকেটটা খেলে এসেছি ৷ খেলাকে ভালোবাসলে চাপের কোনও বিষয়ই নেই ৷"

আরও পড়ুন: প্রোটিয়াদের বিরুদ্ধে জাতীয় দলের জার্সিতে আত্মপ্রকাশ বাংলার শাহবাজের

ধারাভাষ্য দেওয়ার পাশাপাশি বিভিন্ন সময় বিভিন্ন ক্রিকেটীয় ইস্যু নিয়ে মতামত পোষণ করে থাকেন কপিল দেব ৷ ইংল্যান্ড সফরে চার্লি ডিন-কে করা দীপ্তি শর্মার (Deepti Sharma) মানকাডিং বিতর্ক নিয়েও মুখ খুলেছিলেন তিনি ৷ বিশ্বজয়ী অধিনায়ক জানিয়েছিলেন, মানকাডিং নিয়ে যখন এত বিতর্ক তখন ব্যাটারকে রান সম্পূর্ণ করতে দেওয়া হোক, তবে বিষয়টি শর্ট রান হিসেবে পরিগণিত হোক ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details