লন্ডন, 7 জুন : বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের আগে শুরু হয়ে গেল মাইন্ড গেম ৷ আর সেই মাইন্ড গেমে সামনে থেকে এগিয়ে এলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ৷ যেখানে ভারতীয় পেস বোলিং লাইনআপের প্রশংসা করতে শোনা গেল তাঁকে ৷ বললেন, টসে নামার আগে ভারত অধিনায়ক অনেক নিশ্চিন্ত থাকবেন ৷ তার কারণ ভারতের শক্তিশালী বোলিং লাইনআপ ৷ সেই সঙ্গে তিনি জানিয়েছেন, বিরাট কোহলির সঙ্গে টস করতে যাওয়াটা খুবই সহজ ৷
আগামী 18 জুন থেকে ইংল্যান্ডের সাউদাম্পটনে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ৷ তাঁর আগে জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রতিপক্ষে ভারত এবং নিউজিল্যান্ড ৷ যেখানে একধাপ এগিয়ে ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে দু’ম্যাচের টেস্ট সিরিজ খেলে, ম্যাচ প্র্যাকটিস শুরু করেছে কিউই শিবির ৷ কিন্তু, ফাইনালের আগে প্রতিপক্ষকে চাপে রাখার প্রক্রিয়া শুরু করে দিল নিউজিল্যান্ড ৷
আরও পড়ুন : ম্যাচ প্র্যাকটিসে না থাকা ভোগাতে পারে বিরাটদের : দিলীপ বেঙ্গসরকর