পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বাঁ হাতের কনুইয়ে চোট, দ্বিতীয় টেস্টে অনিশ্চিত কিউয়ি অধিনায়ক

বাঁ হাতের কনুই’র চোটের জেরে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে অনিশ্চিত হয়ে পড়লেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ৷ আগামিকাল ম্যাচ শুরুর আগে তাঁর চোটের অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে ৷ চোট গুরুতর হলে, 18 জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও অনিশ্চিত হয়ে পড়তে পারেন তিনি ৷

kane williamsons left elbow injury concern for new zealand ahead of 2nd test against england
বাঁ হাতের কনুইয়ে চোট উইলিয়ামসনের, দ্বিতীয় টেস্টে অনিশ্চিত কিউই অধিনায়ক

By

Published : Jun 9, 2021, 2:28 PM IST

লন্ডন, 9 জুন : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে চোট সমস্যায় জর্জরিত নিউজিল্যান্ড শিবির ৷ আর যেখানে সবচেয়ে বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসনের বাঁ হাতের কুনইয়ের চোট ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে প্রথম টেস্টের পর থেকে ফের উইলিয়ামসনের বাঁ হাতের কনুই’র চোট ভোগাতে শুরু করেছে ৷ এজবাস্টনে দ্বিতীয় টেস্টের আগে উইলিয়ামসনের চোটের উপর নজর রাখা হচ্ছে ৷

আগামিকাল, 10 জুন থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে ৷ তার আগে পর্যন্ত জানা যায়নি কেন উইলিয়ামসনের চোট কতটা গুরুতর ৷ কিউই মেডিকেল টিম তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখছে ৷ নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিডের তরফ থেকে সেদেশের বোর্ডকে দেওয়া তথ্য অনুযায়ী, কিউই বোর্ড জানিয়েছে, ‘‘কেন উইলিয়ামসনের বা হাতের কনুই’র চোটের উপর নজর রাখা হচ্ছে এবং আগামিকার ম্যাচের আগে সিদ্ধান্ত নেওয়া হবে’’ ৷

প্রসঙ্গত, এই চোট গুরুতর হলে 18 জুন থেকে শুরু হতে চলা বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালে অনিশ্চিত হয়ে পড়তে পারেন নিউজিল্যান্ড অধিনায়ক ৷ যা কিউই শিবিরে বড় ধাক্কা হবে ৷ আর তাই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে অধিনায়ক উইলিয়ামসনকে নিয়ে অনেকটাই সাবধান তাঁদের কোচ গ্য়ারি স্টিড ৷

আরও পড়ুন :দর্শকের বিচারে সেরার সেরা টেস্ট সিরিজ় বর্ডার-গাভাসকর 2020-21

তবে, শুধু কেন উইলিয়ামসন নন ৷ চোটের শিকার হয়েছেন বাঁ হাতি স্পিনার মিচেল স্যান্টনার ৷ তাঁর বাঁ হাতের বুড়ো তর্জনী কেটে গিয়েছে ৷ ফলে এজবাস্টনে দ্বিতীয় টেস্ট থেকে আগেই বাদ পড়েছেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details