লন্ডন, 9 জুন : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে চোট সমস্যায় জর্জরিত নিউজিল্যান্ড শিবির ৷ আর যেখানে সবচেয়ে বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসনের বাঁ হাতের কুনইয়ের চোট ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে প্রথম টেস্টের পর থেকে ফের উইলিয়ামসনের বাঁ হাতের কনুই’র চোট ভোগাতে শুরু করেছে ৷ এজবাস্টনে দ্বিতীয় টেস্টের আগে উইলিয়ামসনের চোটের উপর নজর রাখা হচ্ছে ৷
আগামিকাল, 10 জুন থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে ৷ তার আগে পর্যন্ত জানা যায়নি কেন উইলিয়ামসনের চোট কতটা গুরুতর ৷ কিউই মেডিকেল টিম তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখছে ৷ নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিডের তরফ থেকে সেদেশের বোর্ডকে দেওয়া তথ্য অনুযায়ী, কিউই বোর্ড জানিয়েছে, ‘‘কেন উইলিয়ামসনের বা হাতের কনুই’র চোটের উপর নজর রাখা হচ্ছে এবং আগামিকার ম্যাচের আগে সিদ্ধান্ত নেওয়া হবে’’ ৷