পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Kamran Akmal : 'ইনডিপেনডেন্স' বানান ভুল কামরান আকমলের ! ইংরেজদের উপর প্রতিশোধ নিচ্ছেন ? প্রশ্ন ট্রোলারদের - Wrong Spelling of Independence

আজ 14 অগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস ৷ টুইটারে দেশবাসীকে শুভেচ্ছা জানাতে গিয়ে ইনডিপেনডেন্স শব্দটির ভুল বানান লিখে বসলেন পাক ক্রিকেটার কামরান আকমল ৷ তাতেই ব্যাপক ট্রোল হলেন তিনি ৷

Wrong Spelling of Independence
Wrong Spelling of Independence

By

Published : Aug 14, 2021, 12:46 PM IST

ইসলামাবাদ, 14 অগস্ট : ইংরেজিতে 'ইনডিপেন্ডেন্স' (Independence ) শব্দটি লিখতে গিয়ে তিনটি অক্ষর উড়িয়ে দিয়েছেন ৷ টুইটারে নিজের দেশের মানুষকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাতে গিয়ে এমনই কাণ্ড করে বসলেন পাক ক্রিকেটার কামরান আকমল (Kamran Akmal) ৷ আর তারপরই ট্রোলাররা ঝাঁপিয়ে পড়েছেন ৷ আকমলের পোস্টের কমেন্ট বক্স ভরে গিয়েছেন নানা মজাদার মন্তব্যে ৷ এই ধরনের ভুল অবশ্য আগেও করেছেন আকমল ৷

আজ 14 অগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস ৷ 75তম স্বাধীনতা দিবসে অনুরাগীদের শুভেচ্ছা জানিয়ে টুইটারে পোস্ট করেছিলেন ৷ সেখানে ইংরেজি Independence শব্দটি থেকে তিনটি অক্ষর (den) উড়িয়ে দিয়েছেন ৷ ফলে বানানটি দাঁড়িয়েছে 'ইনডিপেন্স' ৷ এমনিতেই পাক ক্রিকেটাররা ইংরেজি জ্ঞান নিয়ে প্রায়ই সমালোচিত হন ৷ সাংবাদিক সম্মেলনে ইংরেজি বলতে গিয়ে প্রায়ই হোঁচট খেতেন প্রাক্তন অধিনায়ক সরফরাজ আহমেদ ৷ কামরান আকমলও ভুল ইংরেজি শব্দ ব্যবহারের জন্য ট্রোল হয়েছেন ৷ ফের একবার সেই একই ভুল করে বসলেন তিনি ৷

আরও পড়ুন :Gold Medal Bite : বিস্কুটের মতো সোনার পদকে কামড় মেয়রের ! মেডেল বদলাতে হল অ্যাথলিটকে

টুইটারে কামরান আকমলের উদ্দেশে একজন লিখেছেন, "তোমার প্রতি সম্মান বেড়ে গেল ৷ ব্রিটিশরা আমাদের সঙ্গে যা করেছে তুমিও আজ তাদের ভাষার সঙ্গে একই কাজ করে প্রতিশোধ নিলে ৷" অন্য একজন লিখেছেন, "সবার ফোনে অটো কারেক্ট অপশন থাকে ৷ কিন্তু কামরানের বোধহয় অটো রঙ (wrong) রয়েছে ৷" অন্য এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, "পাকিস্তানিদের বোধহয় আলাদা অভিধান আছে ৷ নয়তো এভাবে বানান ভুল হয় ৷" তবে ট্রোল হলেও পোস্টটি মুছে দেননি পাক ডানহাতি ব্যাটসম্যান ৷

ABOUT THE AUTHOR

...view details