পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

The Ashes Test: দুই বিক্ষোভকারীর প্রবেশে লর্ডসে থমকাল অ্যাসেজ, পাঁজাকোলা করে প্রতিবাদীদের বাইরে নিয়ে গেলেন বেয়ারস্টো - জাস্ট স্টপ ওয়েল

পরিবেশ রক্ষার্থে ব্যাপক আন্দোলন শুরু হয়েছে ইংল্যান্ডে ৷ তার প্রভাব এবার পড়ল ক্রিকেট মাঠে ৷ লর্ডসের মাঠে দ্বিতীয় টেস্ট চলাকালীন দুই আন্দোলনকারী মাঠে ঢুকে পড়েন ৷

The Ashes Test ETV BHARAT
The Ashes Test

By

Published : Jun 28, 2023, 6:01 PM IST

লন্ডন, 28 জুন: অ্যাসেজের দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই মাঠের মধ্যে প্রবেশ করে গেলেন দুই প্রতিবাদকারী ৷ ‘জাস্ট স্টপ ওয়েল’ গ্রুপের দুই প্রতিবাদী হাতে অরেঞ্জ স্মোক বম্ব নিয়ে ঢুকে পড়েন ৷ যার জেরে প্রায় 5 মিনিট খেলা বন্ধ থাকল লর্ডসের মাঠে ৷ অন্যদিকে, ওই দুই আন্দোলনকারীকে থামাতে দেখা গেল ব্রিটিশ অধিনায়ক বেন স্টোকস এবং উইকেট-কিপার ব্যাটার জনি বেয়ারস্টোকে ৷ ইংল্যান্ডের স্টাম্পার-ব্যাটার একজন আন্দোলনকারীকে আবার কোলে তুলে মাঠের বাইরে বের করে দেন ৷

ইংল্যান্ডে এই মুহূর্তে পরিবেশ রক্ষার্থে ব্যাপক আন্দোলন শুরু হয়েছে ৷ গত কয়েক বছরে ইংল্য়ান্ড-সহ আশেপাশের দেশগুলিতে গ্রীষ্মের সময় তাপমাত্রা প্রায় 40 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাচ্ছে ৷ আর তাই নতুন করে জ্বালানি তেল উত্তোলনের লাইসেন্স ইস্যু করা থেকে ব্রিটিশ সরকারকে বিরত থাকার অনুরোধ করছে ‘জাস্ট স্টপ ওয়েল’ গ্রুপ ৷ যাতে নতুন করে খনিজ তেল উত্তোলন না হয় এবং পেট্রল ও ডিজেল চালিত গাড়ি বন্ধ হয় ৷ এই ‘জাস্ট স্টপ ওয়েল’ গ্রুপের দুই সদস্যই এদিন লর্ডসের মাঠে ঢুকে পড়েন ৷

যদিও, নিরাপত্তারক্ষী ও পুলিশের হস্তক্ষেপে বিশেষ সুবিধে করতে পারেনি ওই দুই আন্দোলনকারী ৷ এদিন ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই অরেঞ্জ বা কমলা রংয়ের স্মোক বম্ব জাতীয় একটি বস্তু নিয়ে মাঠে ঢুকে পড়েন দুই ব্যক্তি ৷ তাঁদের আটকাতে পুলিশ ও নিরাপত্তারক্ষীরাও পিছনে দৌড়তে শুরু করে ৷ তারা মাঠের মধ্যে ওই স্মোক বম্বের সাহায্যে ঘাসে অরেঞ্জ রং করে দিয়ে চেয়েছিলেন ৷ মাঠকর্মীদের তৎপরতায় তাতেও বিশেষ সফল হননি তাঁরা ৷

আরও পড়ুন:ভারতে বিশ্বকাপ খেলতে আসা নিয়ে সংশয়ে পিসিবি, যদিও আশাবাদী আইসিসি

কিন্তু, এরই মধ্যে একটি অন্য দৃশ্য দেখা যায় ৷ ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস একজন আন্দোলনকারীকে ধরে ফেলেন এবং তাঁকে পুলিশের হাতে তুলে দেন ৷ আরেকজন আন্দোলনকারীকে জনি বেয়ার্স্টো কোলে তুলে প্রায় 50 মিটার রাস্তা বয়ে নিয়ে যান ৷ এরপর পুলিশ ও নিরাপত্তারক্ষীরা ওই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়ে নেয় ৷ এর ফলে প্রায় 5 মিনিটের জন্য খেলা বন্ধ হয়ে যায় ৷

আরও পড়ুন:বিশ্বকাপের মঞ্চে ভারতের সেরা 5 বাজি হতে চলেছে যাঁরা...

তবে, এই ম্যাচেই শুধু নয় ৷ এর আগে ব্রিটেনে একাধিক ম্যাচ পণ্ড করার চেষ্টা করেছে এই আন্দোলনকারীরা ৷ ইংলিশ প্রিমিয়র লিগ, প্রিমিয়রশিপ রাগবি ফাইনাল ম্যাচ বন্ধ করার চেষ্টা করেছিল এই ‘জাস্ট স্টপ ওয়েল’ গ্রুপের আন্দোলনকারীরা ৷ এমনকি গতমাসে ইংল্যান্ড বনাম আয়ারল্যান্ডের মধ্যে হওয়া একমাত্র টেস্টও পণ্ড করার চেষ্টা করেছিল এই দলের সদস্যরা ৷

ABOUT THE AUTHOR

...view details