পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

BCCI to Ban Boria : দু'বছর বোর্ডের নির্বাসনের মুখে বোরিয়া, অন্তর্ভুক্ত হতে পারেন আইসিসি-র কালো তালিকাতেও

বোর্ড গঠিত তিন সদস্যের কমিটির বিচারে দোষী সাব্যস্ত হয়ে দু'বছর নির্বাসনে যাচ্ছেন বোরিয়া (Journalist Boria Majumdar founds guilty) ৷ বোর্ডে তরফে অফিসিয়ালি কিছু ঘোষণা না-হলেও দেওয়াল লিখন কার্যত পরিষ্কার ৷

Journalist Boria Majumdar founds guilty
দু'বছর বোর্ডের নির্বাসনের মুখে বোরিয়া

By

Published : Apr 24, 2022, 9:48 PM IST

মুম্বই, 24 এপ্রিল : তাঁর সঙ্গে হোয়াটসঅ্যাপ কথোপকথনের যে স্ক্রিনশট ঋদ্ধিমান সাহা জনসমক্ষে এনেছেন, তা অর্ধসত্য ৷ বঙ্গ উইকেটরক্ষকের তাঁর বিরুদ্ধে অভিযোগের পালটা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছিলেন সাংবাদিক বোরিয়া মজুমদার ৷ কিন্তু তাঁর সেসব পালটা অভিযোগ ধোপে টিকল না বোর্ডের তৈরি অ্যাপেক্স কমিটিতে ৷ বোর্ড গঠিত তিন সদস্যের কমিটির বিচারে দোষী সাব্যস্ত হয়ে দু'বছর নির্বাসনে যাচ্ছেন বোরিয়া (Journalist Boria Majumdar founds guilty) ৷ বোর্ডে তরফে অফিসিয়ালি কিছু ঘোষণা না-হলেও দেওয়াল লিখন কার্যত পরিষ্কার ৷

বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা, কোষাধ্যক্ষ অরুণ ধুমাল এবং অ্যাপেক্স কাউন্সিলের সদস্য প্রভতেজ সিং ভাটিয়ার কমিটি সমস্ত বিষয় পর্যালোচনা করে বঙ্গ সাংবাদিককে নির্বাসনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ৷ এ ব্যাপারে বোর্ডের এক শীর্ষ আধিকারিক সংবাদসংস্থাকে বলেছে, "সমস্ত প্রাদেশিক ক্রিকেট সংস্থাগুলোর কাছে শীঘ্রই নির্দেশ পৌঁছে যাবে যাতে ওঁকে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি না-দেওয়া হয় ৷ দেশের মাটিতে অনুষ্ঠিত হতে চলা কোনও ম্যাচে যেন ওঁকে মিডিয়া অ্যাক্রিডিটেশন না প্রদান করা হয় ৷ এমনকী ওঁকে কালো তালিকাভুক্ত করতে আইসিসি-কেও অনুরোধ জানাব আমরা ৷"

সাক্ষাৎকার দিতে অস্বীকার করায় এক সাংবাদিক তাঁকে হুমকি দিয়েছেন বলে ফেব্রুয়ারির মাঝামাঝি বিতর্ক উসকে দিয়েছিলেন পাপালি (ঋদ্ধির ডাকনাম) । এমনকী সাংবাদিকের সঙ্গে তাঁর হোয়াটসঅ্যাপ কথোপকথনের একটি স্ক্রিন শটও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন বছর সাঁইত্রিশের বঙ্গ ক্রিকেটার । দিনকয়েক পর সোশ্যাল মিডিয়ায় ঋদ্ধির অভিযোগের পালটা তাঁর মতামত সোশ্যাল মিডিয়ার প্রকাশ করেন বোরিয়া মজুমদারও ।

আরও পড়ুন : ঋদ্ধিকে সাংবাদিকের হুমকি, শীঘ্রই তদন্ত কমিটির রিপোর্ট পর্যালোচনা করবে অ্যাপেক্স কাউন্সিল

ঘটনার আংশিক সত্যতা স্বীকার করে নিলেও ঋদ্ধির বিরুদ্ধে পালটা স্ক্রিন শট বিকৃত করার অভিযোগ আনেন বোরিয়া । ঘটনায় ঝড় বয়ে গিয়েছিল ভারতীয় ক্রিকেট মহলে । ক্ষোভ থাকলেও প্রথমটায় সংশ্লিষ্ট সাংবাদিকের নামপ্রকাশে কোনওভাবেই ইচ্ছুক ছিলেন না ঋদ্ধি । তবে বোর্ডের তৈরি তদন্ত কমিটির কাছে প্রোটোকল মেনে নাম জানাতে বাধ্য হন দেশের জার্সিতে ৪০টি টেস্ট খেলা স্টাম্পার-ব্যাটার । অভিযুক্ত সাংবাদিককে ডেকে তাঁর বয়ানও নিয়েছিল তিন সদস্যের কমিটি ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details