অ্যাডিলেড, 4 নম্ভেম্বর:শুক্রবার টি-20 বিশ্বকাপে (T-20 World Cup) অ্যাডিলেডে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ ছিল আয়ারল্যান্ড ৷ সেই ম্যাচে আয়ারল্যান্ডের জসুয়া লিটল (Joshua Little) তাঁর 19তম ওভারে কেন উইলিয়ামসন, জিমি নিশাম এবং মিচেল স্যান্টনারকে প্যাভিলিয়নে পাঠান ৷ আয়ারল্যান্ডের এই ফাস্ট বোলার প্রথম বিশ্বকাপে নজির গড়লেন ৷ চলতি মরশুমে টি-20 বিশ্বকাপে এটি দ্বিতীয় হ্যাটট্রিক ৷ এর আগে কার্তিক মেইয়াপ্পান শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম হ্যাটট্রিকে নাম তুলেছেন ৷
এর আগে সুপার টুয়েলভে ম্যাচে আরব আমির শাহির কার্তিক মেইয়াপ্পান শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম হ্যাটট্রিকে নাম তুলেছেন ৷ গতবছর দুবাইয়ে এই একই নজিরসৃষ্টি করেছিলেন আয়ারল্যান্ডেরই বোলার কার্টিস ক্যাম্পফার ৷ এরপর আজ অর্থাৎ শুক্রবার, জসুয়া লিটল টি-20 বিশ্বকাপে হ্যাটট্রিক করে দলের দ্বিতীয়তে নাম তুললেন ৷
ম্যাচের 19তম ওভার চলাকালীন, জসুয়া লিটল দ্বিতীয় হ্যাটট্রিকের দাবিদার হন প্রথমে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে প্যাভিলিয়নে ফেরত পাঠান ৷ নিউজিল্যান্ডের অধিনায়কের স্কোর তখন 61 ৷ সেই সময় তাঁকে সরিয়ে দেন তিনি ৷ এরপর জেমস নিশামকে শূন্য রানে ফেরত পাঠান ৷ আর তৃতীয়তে সাজঘরে পাঠান মিচেল স্যান্টনারকে ৷ প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড এদিন 185 রান তোলে। ওপেনার ফিল অ্যালেন 32 রান করেন। কনওয়ের ব্যাট থেকে আসে 28 রান। উইলিয়ামসন 35 বলে করেন 61 রান। ড্যারিল মিচেল 31 রান করে অপরাজিত থাকেন। শুরু থেকেই দ্রুত রান তুলছিল নিউজিল্যান্ড। কিন্তু শেষে হ্যাটট্রিকের ধাক্কায় খুব একটা বড় রান তুলতে পারেনি তারা।