পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: 'বুঝেশুনে ফিল্ডিং না-করলে বিপদ', ধরমশালার মাঠে নিয়ে প্রশ্ন তুলে দিলেন বাটলার - ICC World Cup 2023

ধরমশালা স্টেডিয়ামের মাঠ নিয়ে প্রশ্ন তুলে দিলেন ইংরেজ অধিনায়ক জস বাটলার ৷ তিনি জানালেন, এই মাঠের আউটফিল্ড খুব খারাপ ৷ তাই ভেবে চিন্তে ফিল্ডিং না করলে গুরুতর চোট লাগতে পারে ৷

ICC World Cup 2023
ধরমশালা স্টেডিয়াম নিয়ে প্রশ্ন তুলে দিলেন বাটলার

By ETV Bharat Bangla Team

Published : Oct 9, 2023, 6:52 PM IST

ধরমশালা, 9 অক্টোবর:বিশ্বের দৃষ্টিনন্দন ক্রিকেট স্টেডিয়ামগুলির কথা বললে হয়তো উঠে আসবে ইংল্যান্ডের লর্ডস কিংবা দক্ষিণ আফ্রিকার বোল্যান্ড পার্ক স্টেডিয়ামের কথা ৷ ঠিক তেমনইছবির মতো সুন্দর ভারতের ধরমশালা স্টেডিয়ামও ৷ পাহাড় ঘেরা এই স্টেডিয়ামটির নান্দনিকতা নিয়ে কোনও প্রশ্নই উঠতে পারে না ৷ কিন্তু বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে নামার আগে এই স্টেডিয়ামের আউটফিল্ড নিয়ে প্রশ্ন তুলে দিলেন ইংরেজ অধিনায়ক জস বাটলার ৷ যার জেরে কিছুটা অস্বস্তির মুখেই পড়তে হল বিসিসিআই'কে ৷

মঙ্গলবার হিমাচল প্রদেশের এই স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হতে চলেছে ইংল্যান্ড দল ৷ তার ঠিক আগেই একটি সাংবাদিক বৈঠকে বাটলার বলেন, "আমরা মতে এটা (ধরমশালার আউটফিল্ড) খুবই খারাপ ৷ ডাইভিংয়ের আগে বা কিংবা ফিল্ডিংয়ের সময় আপনি যদি বলেন যে আপনাকে সতর্ক হতে হবে তাহলে তো সেটা টিমের জন্য ভালো খবর নয় ৷ একটা রানও আমাদের অনেক সময় ঝাঁপিয়ে বাঁচাতে হয় ৷ তাই আমার মতে এটা একেবারেই আদর্শ মাঠ নয় ৷ তবে আমরা এটাকে অজুহাত হিসেবে দেখতে চাই না ৷ আমাদের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে ৷"

কিন্তু তিনি এও জানান, ফিল্ডিংয়ের সময় যদি বারবার ভাবতে হয় চোট লাগবে কি না, তাহলে তেমন মাঠে বিশ্বকাপের ম্যাচ খেলাটা খুব মুশকিল ৷ প্রসঙ্গত ধরমশালার মাঠ নিয়ে প্রশ্ন উঠেছে আগেও ৷ বাংলাদেশের বিরুদ্ধে এই মাঠে ফিল্ডিং করতে মাটিতে পা আটকে যায় আফগান বোলার মুজিব-উর-রহমানের ৷ যার জেরে তাঁর বড়রকম চোটও লাগতে পারত বলেই দাবি করেছিলেন আফগান কোচ জনাথন ট্রট ৷

আরও পড়ুন:জাদেজা কুলদীপরা মাথায় চড়তে দেয়নি, স্পিন দুর্বলতাকেই হারের কারণ বাছলেন স্মিথ

এমন চোট তো লাগতেই পারে ৷ এই প্রসঙ্গে বাটলার বলেন, "হ্যাঁ চোট তো লাগতেই পারে ৷ যে কোনও মাঠেই হতে পারে ৷ তবে আমার মনে হয় এটা এমন একটা মাঠ যেখানে আমাদের একটু সতর্ক হয়ে ফিল্ডিং করতে হবে ৷ সাধারণত দেশের হয়ে যখন আপনি খেলবেন তখন আর এসব মনে না-রাখাটাই স্বাভাবিক ৷ কারণ তখন আপনি শরীরকে সর্বোচ্চ উচ্চতায় নিয়ে গিয়ে প্রতিটা রান বাঁচাতে চান ৷ আর ফিল্ডিংয়েও আত্মবিশ্বাস বাড়াতে চান ৷"

ABOUT THE AUTHOR

...view details