ধরমশালা, 9 অক্টোবর:বিশ্বের দৃষ্টিনন্দন ক্রিকেট স্টেডিয়ামগুলির কথা বললে হয়তো উঠে আসবে ইংল্যান্ডের লর্ডস কিংবা দক্ষিণ আফ্রিকার বোল্যান্ড পার্ক স্টেডিয়ামের কথা ৷ ঠিক তেমনইছবির মতো সুন্দর ভারতের ধরমশালা স্টেডিয়ামও ৷ পাহাড় ঘেরা এই স্টেডিয়ামটির নান্দনিকতা নিয়ে কোনও প্রশ্নই উঠতে পারে না ৷ কিন্তু বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে নামার আগে এই স্টেডিয়ামের আউটফিল্ড নিয়ে প্রশ্ন তুলে দিলেন ইংরেজ অধিনায়ক জস বাটলার ৷ যার জেরে কিছুটা অস্বস্তির মুখেই পড়তে হল বিসিসিআই'কে ৷
মঙ্গলবার হিমাচল প্রদেশের এই স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হতে চলেছে ইংল্যান্ড দল ৷ তার ঠিক আগেই একটি সাংবাদিক বৈঠকে বাটলার বলেন, "আমরা মতে এটা (ধরমশালার আউটফিল্ড) খুবই খারাপ ৷ ডাইভিংয়ের আগে বা কিংবা ফিল্ডিংয়ের সময় আপনি যদি বলেন যে আপনাকে সতর্ক হতে হবে তাহলে তো সেটা টিমের জন্য ভালো খবর নয় ৷ একটা রানও আমাদের অনেক সময় ঝাঁপিয়ে বাঁচাতে হয় ৷ তাই আমার মতে এটা একেবারেই আদর্শ মাঠ নয় ৷ তবে আমরা এটাকে অজুহাত হিসেবে দেখতে চাই না ৷ আমাদের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে ৷"