সিডনি, 8 জানুয়ারি : বডি শেমিংয়ের শিকার হলেন জনি বেয়ারস্টো এবং বেন স্টোকস ৷ অভিযোগ, সিডনি টেস্টের তৃতীয়দিন চা বিরতিতে ড্রেসিং রুমে ফেরার সময় একদল অস্ট্রেলিয়ান সমর্থক তাঁদের চেহারা নিয়ে কটাক্ষ করেন (Jonny Bairstow and Ben Stokes Abused by Section of Crowd) ৷ যার প্রতিবাদও করতে দেখা যায় বেয়ারস্টো এবং স্টোকসকে ৷
ইউটিউবে সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ দেখা গিয়েছে, জনি এবং বেন যখন তৃতীয়দিনে ইংল্যান্ডে সম্মানজনক জায়গা নিয়ে গিয়ে চা বিরতিতে ড্রেসিং রুমে ফিরছেন ৷ সেই সময় গ্যালারির কাছে একদল সমর্থক তাঁদের উদ্দেশ্যে কিছু বলছে ৷ তাও সেটা সিডনির মেম্বার্স প্যাভিলিয়ন থেকে ঘটেছে বলে অভিযোগ ৷ যা নিয়ে ম্যাচ শেষে জনি বেয়ারস্টো জানান, তাঁকে এবং বেন স্টোকসকে মোটা বলে কটাক্ষ করা হচ্ছিল ৷
সিডনি টেস্টে সেঞ্চুরি করা জনি বেয়ারস্টো জানান, প্রথমে স্টোকসকে নিয়ে মন্তব্য করা হয় ৷ বলা হয়, ‘‘স্টোকস আপনি মোটা ৷’’ এমনকি বেয়ারস্টোকে তাঁর জাম্পার খুলে রাখতে বলেন এক অজি সমর্থক (Body Shaming at SCG) ৷ যার জবাবও দিয়েছিলেন জনি বেয়ারস্টো ৷ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এসসিজি কর্তৃপক্ষ হস্তক্ষেপ করে গোটা বিষয়টিতে ৷ তারা 3 সমর্থককে মাঠ থেকে বের করে দেয় ৷
তবে, ওই অজি সমর্থকদের জবাব দেওয়া জরুরি ছিল বলে জানান বেয়ারস্টো ৷ তিনি বলেন, ‘‘সেখানে খুব বাজে কথা বলা হয়েছিল ৷ যেটা হওয়ার কোনও দরকার ছিল না ৷ আমরা মাঠে নেমে আমাদের কাজটা করি ৷ সেখানে উপস্থিত মানুষ ক্রিকেট উপভোগ করছিল ৷ কিন্তু, দুর্ভাগ্যবশত কয়েকজন তা থেকে বঞ্চিত হলেন ৷’’