লন্ডন, 14 অগস্ট : যেন একা কুম্ভ তিনি ৷ প্রথম টেস্টে সেঞ্চুরির পর লর্ডসেও জ্বলে উঠল তাঁর ব্যাট ৷ আর অধিনায়কের চওড়া ব্যাটে ভর করে ভারতের প্রথম ইনিংসের রান টপকাল ইংল্যান্ড ৷ দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে প্রায় সারাদিন ব্যাট করে গেলেন জো রুট ৷ শেষপর্যন্ত অপরাজিত থাকলেন 180 রানে ৷ একইসঙ্গে ইংল্যান্ডের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে 9 হাজার রানের গণ্ডি পেরোলেন ৷
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ় শুরুর আগে বিশেষজ্ঞরা একটা কথাই বলেছিলেন ৷ ভারতকে সিরিজ় জিততে হলে রুটের রানের দৌড় থামাতে হবে ৷ প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও তা হাড়েহাড়ে টের পাচ্ছেন বিরাট কোহলিরা ৷
দ্বিতীয় দিনে খেলার শেষে ইংল্যান্ড 3 উইকেট হারিয়ে 119 রান তুলেছিল ৷ কিন্তু, ভারতের মাথাব্যথা বাড়িয়ে উইকেটে টিকে ছিলেন রুট ৷ তিনি দিনের শেষে 48 রানে ব্যাট করছিলেন ৷