পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Joe Root in Ashes : ভনকে টপকে সচিন, গাভাসকরদের তাড়া করছেন রুট - ইংল্যান্ডের অধিনায়ক জো রুট

গাব্বায় অ্যাশেজের প্রথম টেস্টের তৃতীয় দিনের শেষে 86 রানে অপরাজিত রয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট ৷ চলতি বছরে 13টি ম্যাচে এখনও পর্যন্ত তাঁর রান সংগ্রহ 1541 ৷ টেস্টে এক ক্যালেন্ডার ইয়ারে রান সংগ্রহের নিরিখে ইতিমধ্যেই মাইকেল ভনকে টপকে গিয়েছেন ৷ এরপর তাঁর লক্ষ্য সচিন তেন্ডুলকর ও সুনীল গাভাসকরের রেকর্ড (Joe Root closes in on Sachin Tendulkar) ৷

Joe Root
জো রুট

By

Published : Dec 10, 2021, 6:07 PM IST

ব্রিসবেন, 10 ডিসেম্বর : লাল বলের ক্রিকেটে সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট ৷ গাব্বায় অ্যাশেজের প্রথম টেস্টে শূন্য রানে ফিরেছিলেন ৷ তবে দ্বিতীয় ইনিংসে রুটের শিকড় উপড়ে ফেলতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে অস্ট্রেলিয়ার বোলারদের ৷ তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে 86 রানে অপরাজিত রয়েছেন (Joe Root in Ashes) ৷ এরই সঙ্গে এক ক্যালেন্ডার ইয়ারে রান সংগ্রহের নিরিখে টপকে ফেলেছেন নিজেরই দেশের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনকে ৷ ব্যাট হাতে দুরন্ত রুটের লক্ষ্য এবার সচিন তেন্ডুলকর এবং সুনীল গাভাসকরের রেকর্ডের দিকে (Joe Root closes in on Sachin Tendulkar) ৷

দীর্ঘতম ফরম্যাটে বর্তমানে বিশ্বের সেরা ব্যাটসম্যানদের মধ্যে একজন জো রুট ৷ চলতি বছরে ব্যাট হাতে বিপক্ষের বোলারদের রীতিমতো শাসন করেছেন ৷ চলতি বছরে 6টি সেঞ্চুরি রয়েছে ৷ রয়েছে দুটি ডাবল সেঞ্চুরি ৷ আর তাতেই এক ক্যালেন্ডার ইয়ারে রান সংগ্রহের ভিত্তিতে টপকে গিয়েছেন পূর্বসূরী মাইকেল ভনকে ৷ এক ক্যালেন্ডার ইয়ারে ইংল্যান্ডের সবচেয়ে বেশি রান সংগ্রহকারী ব্যাটারে পরিণত হলেন ৷ ভনকে টপকে এবার রিকি পন্টিং, সচিন তেন্ডুলকর ও গাভাসকরকে ধাওয়া করছেন ইংল্যান্ড ক্যাপ্টেন ৷ 2005 সালে তাঁর রান সংগ্রহ ছিল 1544 ৷ এক ক্যালেন্ডার ইয়ারে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় তাঁকে চতুর্থ স্থানে উঠে এসেছিলেন তিনি ৷ প্রাক্তন অজ়ি অধিনায়ককে টপকাতে রুটের প্রয়োজন মাত্র তিন রান ৷ সচিনকে টপকাতে প্রয়োজন 21 এবং গাভাসকরের রেকর্ড থেকে মাত্র 14 রান দূরে রয়েছেন তিনি ৷

আরও পড়ুন :Sourav Opens up on Virat Captaincy : কেন বিরাটের বদলি রোহিত, জানালেন সৌরভ

এই তালিকার শীর্ষ স্থানে রয়েছেন পাকিস্তানের ব্যাটার মহম্মদ ইউসুফ (1788) ৷ 2006 সালে 11টি টেস্টে 99.33 গড়ে এই রান সংগ্রহ করেছিলেন তিনি ৷ 1555 রান নিয়ে সুনীল গাভাসকর ষষ্ঠ এবং 1562 রান নিয়ে সচিন তেন্ডুলকর পঞ্চম স্থানে রয়েছেন ৷ 1595 রান নিয়ে প্রাক্তন অজ়ি অধিনায়ক মাইকেল ক্লার্ক চতুর্থ স্থানে রয়েছেন ৷ তৃতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ ৷ তাঁর সংগ্রহ 1656 রান ৷

ABOUT THE AUTHOR

...view details