কলকাতা, 3 অক্টোবর:বিশ্বকাপের লড়াইয়ের মহড়া ইতিমধ্যেই জমে উঠেছে ৷ মঙ্গলবার নেদারল্যান্ডসের বিপক্ষে ভারতের প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও বৃষ্টিতে তা পণ্ড হয়েছে ৷ যদিও বিরাট কোহলি-রোহিত শর্মাদের জন্য আজও বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়েছে ভিজে মাঠ ৷ আর কয়েক ঘন্টার পরেই শুরু হয়ে যাবে বিশ্বযুদ্ধের মূল পর্ব ৷ আর সেখানে ভারত কেমন পারফর্ম করবে তা দেখার জন্য়ই আপাতত মুখিয়ে রয়েছে সকলে ৷ আবার কী 2015 বা 2019 সালের রিপিট টেলিকাস্ট? নাকি ঘরের মাঠে 2011 সালের বিশ্বজয়ের স্মৃতি আবার ফিরিয়ে আনতে পারবেন রোহিতরা? এক যুগের অপেক্ষার অবসান কি ঘটবে? ভারতীয় দলকে নিয়ে আশাবাদী কিন্তু সকলেই ৷ আশাবাদী প্রাক্তন ভারতীয় মহিলা দলের পেসার ঝুলন গোস্বামীও ৷
এর আগেই সন্দীপ পাতিলের মতো প্রাক্তন বিশ্বজয়ী ক্রিকেটার মন্তব্য করেছিলেন, এত তাড়াতাড়ি ভারতীয় দল নিয়ে ভবিষ্যদ্বাণী করা উচিত নয় । তবে এটা বলাই যায় ভারতীয় দলে যথেষ্ট ভালো । টুর্নামেন্টের মাঝামাঝি সময় এলে বোঝা যাবে দল আদৌ ধারাবাহিকতা বজায় রাখতে পারবে কি না ৷ এমনই বিভিন্ন বিশ্লেষকরা নানা মত পোষণ করছেন গত কয়েক দিন ধরেই ৷
দেশের মাটিতে তৃতীয় ওয়ান ডে বিশ্বকাপের আগে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল যে ছন্দে রয়েছে এই নিয়ে কোনও সন্দেহ নেই । কয়েকদিন আগেই অস্ট্রেলিয়ার মতো তুখোড় প্রতিপক্ষের ওপরেও স্টিমরোলার চালিয়েছে রোহিত বাহিনী ৷ তবে বিশ্বকাপ তৃতীয়বার ঘরে তুলতে হলে কোনও ব্যক্তি বিশেষের পারফরম্যান্সের ওপর নির্ভর করলে চলবে না বলেই মনে করছেন প্রাক্তনরা। 1983 হোক বা 2011 সাল ভারতীয় দলকে জয় কপিল দেব নিখাঞ্জ বা মহেন্দ্র সিংহ ধোনি একা এনে দেননি ৷ কখনও নায়ক হয়েছেন যশপাল পাল শর্মা, মদনলাল বা মহিন্দর অমরনাথ আবার কখনও নায়ক হয়েছেন যুবরাজ সিং, গৌতম গম্ভীর, সচিন তেন্ডুলকর বা জাহির খান ৷