পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Jhulan Goswami : ব়্যাঙ্কিংয়ে পিছলেন মিতালি, এগোলেন ঝুলন - মিতালি রাজ

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচে বল হাতে ভারতকে জিতিয়ে আইসিসি ব়্যাঙ্কিংয়ে উপরে উঠে এলেন ঝুলন গোস্বামী ৷ তবে তিন ম্যাচের সিরিজে মাত্র 89 রান করে ওয়ান ডে ব্যাটার ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারান ভারতীয় দলের ক্যাপ্টেন মিতালি রাজ ৷

Jhulan Goswami :
ব়্যাঙ্কিংয়ে পিছলেন মিতালি, এগোলেন ঝুলন

By

Published : Sep 28, 2021, 4:44 PM IST

দুবাই, 28 সেপ্টেম্বর : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্যসমাপ্ত ওয়ান ডে সিরিজে ভাল পারফরম্যানের পুরস্কার পেলেন ঝুলন গোস্বামী ৷ মঙ্গলবার মহিলাদের আইসিসি ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ে বোলারদের মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এলেন বঙ্গতনয়া ৷ তবে ব্যাটারদের মধ্যে শীর্ষস্থান হারালেন মিতালি রাজ ৷ তিন নম্বরে নেমে গেলেন ভারতীয় ক্যাপ্টেন ৷

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ হেরেছে ভারতীয় মহিলা দল ৷ কিন্তু শেষ ম্যাচ জিতেছে ঝুলনের দুরন্ত পারফরম্যান্সের উপর ভর করে ৷ বল হাতে 37 রানে তিন উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও দলকে জেতান ঝুলন ৷ এই বঙ্গতনয়ার অল-রাউন্ড পারফরম্যান্স তিন ম্যাচে ওয়ান ডে সিরিজ 1-2 করে ভারত ৷ সিরিজের শেষ ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার বিজররথ থামিয়েছে 'উইমেন ইন ব্লু' ৷ টানা 26টি ওয়ান ডে জয়ের পর ভারতের কাছে হারে অজি মহিলাবিগ্রেড ৷ তিন ওয়ান ডে-র সিরিজে 8টি উইকেট নেন ঝুলন ৷

এর ফলে 727 রেটিং পয়েন্ট নিয়ে 2 নম্বরে উঠে আসেন ঝুলন ৷ তবে প্রথম স্থানে থাকা অজি পেসার জেস জোনাসেনের থেকে অনেক পয়েন্ট পিছিয়ে রয়েছেন ভারতীয় এই পেসার ৷ 760 রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছেন জোনাসেন ৷ বোলারাদের মধ্যে ঝুলন ছাড়া প্রথম দশে নেই আর কোনও ভারতীয় ৷

আরও পড়ুন :অবসরের আগে গোলাপি বলে টেস্টের অভিজ্ঞতা অর্জন করতে চান ঝুলন

ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে অবশ্য শীর্ষস্থান হারিয়েছেন ভারতীয় দলের ক্যাপ্টেন মিতালি ৷ এক থেকে তিনে নেমে আসেন তিনি ৷ মিতালির রেটিং পয়েন্ট 738 ৷ এক নম্বরে রয়েছেন প্রোটিয়া ব্যাটার লিজেলি লি ৷ তাঁর রেটিং পয়েন্ট 761 ৷ দু'নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাশলে হিলি (750) ৷ মিতালি ছাড়া প্রথম দশে রয়েছেন আরও এক ভারতীয় ৷ 710 রেটিং পয়েন্ট নিয়ে সাত নম্বরে রয়েছেন স্মৃতি মন্ধানা ৷ মহিলাদের অল-রাউন্ডার ব়্যাঙ্কিংয়ে প্রথম দশে রয়েছেন দুই ভারতীয় ৷ 299 রেটিং পয়েন্ট নিয়ে ছ'নম্বরে রয়েছেন দীপ্তি শর্মা এবং 251 রেটিং পয়ন্ট নিয়ে 10 নম্বরে রয়েছেন ঝুলন ৷

ABOUT THE AUTHOR

...view details