হ্যামিলটন, 10 মার্চ : বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে শক্ত গাঁট নিউজিল্যান্ড বাধা পেরোতে ব্যর্থ টিম ইন্ডিয়া ৷ প্রথম ম্যাচে পাকিস্তানকে হেলায় হারানোর পর দ্বিতীয় ম্যাচে মুখ থুবড়ে পড়ল মিতালি রাজ অ্যান্ড কোম্পানি ৷ তবে দলের পরাজয়ের দিনেও ব্যক্তিগত রেকর্ডে উজ্জ্বল ঝুলন গোস্বামী ৷
নিউজিল্যান্ডের ইনিংসের শেষ ওভারে এদিন কেটি মার্টিনকে ক্লিন বোল্ড করে 34 বছরের পুরনো রেকর্ড স্পর্শ করেন 'চাকদা এক্সপ্রেস' ৷ প্রাক্তন অজি বোলার লিন ফুলস্টনকে ছুঁয়ে বিশ্বকাপের ইতিহাসে যুগ্ম সর্বাধিক উইকেটশিকারি হলেন ঝুলন (Jhulan Goswami becomes joint highest wicket-taker in Womens World Cup history) ৷ ঝুলনের ঝুলিতে বিশ্বকাপে সংগৃহীত উইকেট সংখ্যা এখন 39টি ৷ অর্থাৎ, চলতি বিশ্বকাপেই এককভাবে তালিকার শীর্ষে যাওয়ার সুযোগ থাকছে অভিজ্ঞ পেসারের কাছে ৷