কলকাতা, 31 জানুয়ারি: রঞ্জি ট্রফির কোয়ার্টার-ফাইনালে (Ranji Trophy Quarter Final) প্রথমদিনেই ম্যাচের রাশ বাংলা দলের হাতে ৷ গতির অস্ত্রে শান দিয়ে ঝাড়খণ্ডকে 173 রানে অল আউট করে দিল বাংলা (Jharkhand All Out on 173 Runs Against Bengal) ৷ বাংলার দুই মিডিয়াম পেসার আকাশ দীপ এবং মুকেশ কুমারের সামনে দাঁড়াতে পারেননি ঝাড়খণ্ডের ব্যাটাররা ৷ আকাশ দীপ 4টি এবং মুকেশ কুমার 3টি উইকেট নিলেন ৷ এদিন মনোজ তিওয়ারিদের খেলা দেখতে মাঠে আসেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷
ভারত বনাম শ্রীলঙ্কার একদিনের ম্যাচে যে উইকেটে হয়েছিল, সেই উইকেটেই রঞ্জি ট্রফির শেষ আটের ম্যাচ হচ্ছে ৷ ওয়ান-ডে ম্যাচে গতির ঝড়ে প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলেছিলেন মহম্মদ সিরাজ ৷ মঙ্গলবার ইডেনে বাংলার পেসাররাও গতিতেই প্রতিপক্ষ ঝাড়খণ্ডকে অল্প রানে বেঁধে রাখলেন ৷ অনুষ্টুপ মজুমদার বলেছেন, এই 22 গজে বোলাররা প্রথম দু’দিন সাহায্য পাবে ৷ তাই প্রাথমিক ঝটকা সামলানো জরুরি ৷ ঝাড়খণ্ড পারেনি। বাংলা পারলে ম্যাচ সহজ হবে ৷
এদিন বাংলার রঞ্জি ম্যাচ দেখতে ইডেনে আসেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ এই মরশুমে প্রথমবার তিনি রঞ্জির ম্যাচ দেখতে ইডেনে এসেছিলেন ৷ চা-বিরতির সময় ইডেনে ঢোকেন তিনি ৷ দিনের শেষে সৌরভ যখন ইডেন ছাড়ছেন, তখন ঝাড়খণ্ডের ইনিংস 173 রানে শেষ ৷ কুমার সুরজ অপরাজিত 89 রান না করলে আরও কম রানে গুটিয়ে যেত বিরাট সিং'য়ের দল ৷