পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Asian Games 2023: 'ছেলেদের দলকে বলেছি, ওদেরও সোনা আনতে হবে'; বললেন জেমিমা রদ্রিগেজ - 19th Asian Games

Indian Men's Team to Aim for Gold in 19th Asian Games: এশিয়াডে মেয়েদের ক্রিকেট দল সোনা জিতেছে ৷ ছেলেদের অভিযান শুরু হবে আগামী 3 অক্টোবর ৷ সেখানে সোনা জয়কে লক্ষ্য করার বার্তা ভারতীয় মহিলা ক্রিকেট দলের ৷

Image Courtesy: ICC Twitter/X
Image Courtesy: ICC Twitter/X

By PTI

Published : Sep 26, 2023, 10:41 AM IST

হ্যাংঝাউ, 26 সেপ্টেম্বর: মেয়েরা করে দেখিয়েছে ৷ এবার পালা ছেলেদের ৷ আর সেই বার্তাটাই দিলেন এশিয়াডে সোনাজয়ী মহিলা ক্রিকেট দলের সদস্য জেমিমা রদ্রিগেজ ৷ জানালেন, ফাইনাল জেতার পর ভারতীয় পুরুষদলের সদস্যদের সঙ্গে কথা বলেছেন তাঁরা ৷ মেয়েদের দল সোনা জিতেছে ৷ এবার ছেলেদেরও সোনা জিততে হবে ৷ এশিয়াডে ক্রিকেটের ফাইনালে ভারতীয় মহিলা দল 20 ওভারে 116 রান করে ৷ যেখানে 42 রানের গুরুত্বপূর্ণ অবদান ছিল জেমিমা রদ্রিগেজের ৷

সোনা জয়ের পর ভারতীয় মহিলা ক্রিকেট দলকে বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হচ্ছে ৷ সেই তালিকায় ছিল ছেলেদের ক্রিকেট দলও ৷ চ্যাম্পিয়ন হওয়ার পর ছেলেদের দলের সঙ্গে কথা বলেন হরমপ্রীত কৌর, স্মৃতি মন্ধনা, জেমিমা রদ্রিগেজরা ৷ এক সাক্ষাৎকারে জেমিমা বলেন, ‘‘আমরা ছেলেদের দলের সঙ্গে কথা বলেছি ৷ তাঁদের বলেছি, আমরা সোনা জিতে নিয়ে আসছি ৷ এবার তোমারও নিয়ে আসতে হবে ৷’’

এশিয়াডে সোনা জয়ের অনুভূতি নিয়ে জেমিমা বলেন, ‘‘দারুণ অনুভূতি হচ্ছে ৷ এই সোনা জেতাটা খুব স্পেশাল ৷ যদি লোকজন ইতিহাস ঘেঁটে দেখেন, তাহলে এটাই এশিয়ান গেমসে ক্রিকেটে প্রথম সোনা জয় ভারতের ৷ আর সেটাও ভারতের মহিলা ক্রিকেট দল সেই কাজটা করেছে ৷ এটা অসাধারণ অনুভূতি !’’ আর দেশের পদক তালিকায় দ্বিতীয় সোনার মেডেল যোগ করতে পেরে খুব ভালো লাগছে বলে জানান ভারতের টপ-অর্ডার এই ব্যাটার ৷

আরও পড়ুন:জোড়া পদকের স্বপ্ন বাংলার মেয়ের! জিমন্যাস্টিকসের জোড়া ইভেন্টের ফাইনালে প্রণতি

তবে, ফাইনালে পরিস্থিতি মোটেই সুবিধের ছিল না বলে জানান জেমিমা রদ্রিগেজ ৷ কারণ পিচে ঘাস থাকলেও, শুকনো থাকার কারণে বল থেমে ব্যাটে আসছিল ৷ তার উপর শ্রীলঙ্কার বোলাররা নিয়ন্ত্রিত লাইন-লেন্থে বল করে গিয়েছিলেন ৷ ফলে বলের মেরিট অনুযায়ী খেলতে হয়েছে তাঁকে এবং স্মৃতিকে ৷ জেমিমা রদ্রিগেজ এবং স্মৃতি মন্ধানা (46) দ্বিতীয় উইকেটে 73 রানের পার্টনারশিপ করেন ৷ ফলে ভারত 116 রান পর্যন্ত পৌঁছতে পারে ৷ সেই রান তাড়া করতে নেমে তিতাস সাধুর 4 ওভারে 1টি মেডেন-সহ 6 রান দিয়ে 3 উইকেটের স্পেল ভারতকে এশিয়াডের দ্বিতীয় সোনা এনে দিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details