মুম্বই, 12 ফেব্রুয়ারি: আবেদন করে রেখেছিলেন আগেই ৷ রবিবার কর্ণাটককে হারিয়ে সৌরাষ্ট্র রঞ্জি ফাইনালের টিকিট নিশ্চিত করতেই জাতীয় স্কোয়াড থেকে অব্য়াহতি দেওয়া হল জয়দেব উনাদকাটকে (Jaydev Unadkat released from Indian squad to play Ranji final) ৷ অর্থাৎ, বাঁ-হাতি পেসারের নেতৃত্বেই আগামী 16 ফেব্রুয়ারি ইডেনে দ্বিতীয়বার ট্রফিজয়ের লক্ষ্যে নামবে সৌরাষ্ট্র ৷ ফলে ঘরের মাঠে কাপযুদ্ধে নামার আগে মনোজব্রিগেডের চিন্তা বাড়ল বৈকি ৷
শেষবার 2019-20 সালে ফাইনালে সৌরাষ্ট্রের কাছে হেরেই হ্যান্ডশেকিং দূরত্ব থেকে ট্রফি হাতছাড়া হয়েছিল বাংলার ৷ আর 68 উইকেট নিয়ে সেবার রঞ্জি মরশুমের সেরা হয়েছিলেন উনাদকাটই ৷ ফাইনালে ব্যাপক কিছু করতে না-পারলেও তাঁর আগুনে স্পেলে ছারখার হয়েছিল অন্যান্যরা ৷ সেমিফাইনালে দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন সাত উইকেট ৷ তাই উনাদকাটের প্রত্যাবর্তনে কোচ লক্ষ্মী নিশ্চিতভাবে অন্য চিন্তাভাবনা শুরু করবেন ৷
উল্লেখ্য, বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম দু'টি টেস্টের জন্য জাতীয় স্কোয়াডে জায়গা পেয়েছিলেন এই সৌরাষ্ট্র পেসার ৷ তবে প্রথম ম্যাচে একাদশে সুযোগ পাননি তিনি ৷ যা পরিস্থিতি, তাতে দিল্লিতে দ্বিতীয় টেস্টের একাদশেও তাঁর সুযোগের সম্ভাবনা নেই ৷ তাই নির্বাচক কমিটির কাছে রঞ্জি ফাইনাল খেলার ইচ্ছেপ্রকাশ করেছিলেন উনাদকাট ৷