কেপ টাউন, 25 জানুয়ারি : তুলনামূলক দুর্বল দল নিয়ে একদিনের সিরিজে ভারতকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা ৷ আর 3-0 সিরিজ জয়ের সেই উচ্ছ্বাস মাঠের বাইরে সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে প্রোটিয়াস ক্রিকেটারদের মধ্যে ৷ যাঁদের মধ্যে অন্যতম ছিলেন, কেশব মহারাজ ৷ ভারতীয় এই বংশোদ্ভুত বাঁ হাতি অর্থডক্স স্পিনার তাঁর ইনস্টাগ্রাম পোস্টে জয়ের উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন ‘জয় শ্রী রাম’ (Jay Sree Ram Post by Proteas Spinner Keshav Maharaj) ৷ আর তাঁর এই জয় শ্রী রাম পোস্টই এখন ভারতীয় ক্রিকেট অনুরাগীদের আলোচনার বিষয় ৷
টেস্ট সিরিজে প্রভাব ফেলতে না পারলেও, একদিনের সিরিজে দক্ষিণ আফ্রিকার 3-0 জয়ের পিছনে অন্যতম ব্যক্তি তিনি ৷ তিন ম্যাচে 3 উইকেট নিয়েছেন কেশব ৷ সংখ্যাটা মাত্র তিন হলেও, উইকেটের মূল্য চোকাতে হয়েছে ভারতকে ৷ প্রথম ম্যাচে 79 রানে বিধ্বংসী শিখর ধাওয়ানকে আউট করেছিলেন ৷ দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে ফর্মে থাকা বিরাট কোহলির উইকেট নিয়ে ভারতকে ম্যাচ তথা সিরিজ থেকে দূরে করে দিয়েছিলেন ৷