করাচি, 19 জুন: পাকিস্তান ক্রিকেট দলের বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়া উচিত নয় ৷ যতদিন না বিসিসিআই ভারতীয় দলকে পাকিস্তানে পাঠাচ্ছে ৷ এমনটাই দাবি জানালেন পাকিস্তানের প্রাক্তন কিংবদন্তি ব্যাটার জাভেদ মিয়াঁদাদ ৷ দুই দেশের তিক্ত কূটনৈতিক সম্পর্ক ও সন্ত্রাসবাদী হামলার প্রেক্ষিতে ভারতীয় ক্রিকেট বোর্ড 2008 সালের পর থেকে পাকিস্তানে দল পাঠায়নি ৷ এমনকি আগামী সেপ্টেম্বর মাসে আয়োজিত এশিয়া কাপে পাকিস্তানে খেলছে না ভারত ৷ বরং হাইব্রিড মডেলে শ্রীলঙ্কায় খেলবে ভারতীয় দল ৷ তাই এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডকেও কঠোর হওয়ার পরামর্শ দিলেন মিয়াঁদাদ ৷
বিসিসিআই আগামী অক্টোবর-নভেম্বর মাসে আয়োজিত আইসিসি বিশ্বকাপের সূচির যে ড্রাফ্ট আইসিসি-কে পাঠিয়েছে, সেখানে 15 অক্টোবর ভারত এবং পাকিস্তানের মেগা-ম্যাচ রাখা হয়েছে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৷ কিন্তু, পাকিস্তান দলের ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার প্রয়োজন নেই বলে মনে করেন জাভেদ মিয়াঁদাদ ৷ তিনি দাবি করেছেন, আগে ভারতীয় ক্রিকেট দলে পাকিস্তানে পাঠাবে বিসিসিআই ৷ তার পরেই পাকিস্তান এ দেশে আসবে ৷
তাঁর বক্তব্য, ‘‘পাকিস্তান ক্রিকেট অনেক বড়... আমরা এখনও অনেক ভালো ক্রিকেটার উপহার দিয়ে চলেছি বিশ্ব ক্রিকেটকে ৷ তাই আমি মনে করি না যে, ভারতে দল না-পাঠালে আমাদের বড় কোনও ক্ষতি হয়ে যাবে ৷ যদি আমাকে সিদ্ধান্ত নিতে হত, তাহলে আমি কখনও ভারতে খেলতে যেতাম না ৷ এমনকী বিশ্বকাপের ম্যাচও না ৷ আমরা সবসময় ওদের সঙ্গে খেলতে রাজি আছি ৷ কিন্তু, ওরা (বিসিসিআই) কখনই একইরকম উৎসাহ দেখায়নি ৷’’ তাঁর মতে কখনই খেলাধুলো এবং কূটনীতিকে এক করা উচিৎ নয় ৷