পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Sourav Ganguly আমাদেরও বুমরা নেই, আফ্রিদির অনুপস্থিতিতে ভারতকে এগিয়ে রাখতে নারাজ মহারাজ

তামাম ক্রিকেটবিশ্ব ভারতকে এগিয়ে রাখলেও আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন বিসিসিআই প্রেসিডেন্ট (Sourav Ganguly) ৷ সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন, বুমরার অনুপস্থিতিও মাথায় রাখতে হবে (Sourav on Asia Cup) ৷

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 26, 2022, 8:06 PM IST

কলকাতা, 26 অগস্ট: মাত্র 24 ঘণ্টার অপেক্ষা ৷ তারপরেই পঞ্চদশ এশিয়া কাপের ঢাকে কাঠি পড়বে (Asia Cup 2022) ৷ যদিও ক্রিকেটপ্রেমীরা বলছেন, টুর্নামেন্ট শুরু হচ্ছে আরও 24 ঘণ্টা পর ৷ রবিবাসরীয় সন্ধ্যায় আরব মহাসাগরের তীরে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ৷ ভারত-পাক ম্যাচ নিয়ে পারদ চড়ছে ক্রমশ ৷ তামাম ক্রিকেটবিশ্ব ভারতকে এগিয়ে রাখলেও আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন বিসিসিআই প্রেসিডেন্ট ৷ সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন, বুমরার অনুপস্থিতিও মাথায় রাখতে হবে (Sourav Ganguly on Bumrahs absense) ৷

টুর্নামেন্ট শুরুর আগেই খারাপ খবর এসেছে পাক শিবিরে ৷ লিগামেন্ট ছিঁড়ে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন বাঁ-হাতি পেসার শাহিন শাহ আফ্রিদি (Shahin Shah Afridi ruled out from Asia Cup) ৷ যা একপ্রকার আশীর্বাদ হয়ে এসেছে ভারতীয় দলের কাছে ৷ কারণ গতবছর টি-20 বিশ্বকাপে শাহিন আফ্রিদির কাছে ভারতীয় টপ-অর্ডারের করুণ আত্মসমর্পণ এখনও টাটকা অনুরাগীদের কাছে ৷ যদিও আফ্রিদির অনুপস্থিতিতে ভারতকে এগিয়ে রাখতে নারাজ মহারাজ ৷

অন্যদিকে, শাহিন আফ্রিদি না থাকলেও, তাদের পেস আক্রমণ নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী শুনিয়েছে পাক বোলিং কোচ সাকলাইন মুস্তাককে ৷ কিংবদন্তি প্রাক্তন অফস্পিনার জানিয়েছেন, বাঁ হাতি আফ্রিদি না থাকলেও, পাকিস্তানের বাকি পেস বোলারাই ভারতীয় ব্যাটিংকে সমস্যায় ফেলতে পারবেন ৷ একই বিষয়ে সতর্ক সৌরভও ৷ ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান বলেন, "সৌরভ বলছেন পাকিস্তানের যদি আফ্রিদি না থাকেন তাহলে ভারতেরও বুমরা নেই । টি-20 ক্রিকেট ছোট ফরম্যাট, যে যেকোনও সময় ম্যাচের রং বদলে যেতে পারে । সেটা যেকোনও একজনের পারফর্ম্যান্সেই হতে পারে ।"

আরও পড়ুন : নজরে বিশ্বকাপ, এশিয়া কাপ জিতেই প্রস্তুতি সারতে মরিয়া চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ

বিরাট কোহলি ছন্দ খুঁজে বেড়াচ্ছেন । যা নিয়ে বিস্তর সমালোচনা চলছে । সৌরভ বলেন, "কোহলির মত একজন ক্রিকেটারের ফিরে আসা স্রেফ সময়ের অপেক্ষা । এশিয়া কাপেই হয়তো ওকে চেনা ছন্দে পাওয়া যাবে । তাই নিজের হারিয়ে ফেলা ছন্দ ওকেই খুঁজতে দেওয়া উচিৎ ।"

ABOUT THE AUTHOR

...view details