কলকাতা, 4 অক্টোবর: হতাশ জসপ্রীত বুমরা (Jasprit Bumrah Disappointed) ! মঙ্গলবার সকালে একটি টুইট করে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার হতাশা ভাগ করে নিলেন জসপ্রীত বুমরা ৷ পিঠের চোটের কারণে টি20 বিশ্বকাপে (T20 World Cup) দল থেকে ছিটকে যাওয়ায় তিনি হতাশ বলে জানিয়েছেন ৷ টুইটে গুজরাত পেসার লিখেছেন, ‘‘এ বারের টি20 বিশ্বকাপের অংশ হতে না পেরে আমি খুবই হতাশ ৷’’ তবে তাঁর দ্রুত আরোগ্য কামনার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন বুমরা ৷
এ দিন টুইটারে বুমরা লিখেছেন, ‘‘এ বারের টি20 বিশ্বকাপের অংশ হতে না পেরে আমি খুবই হতাশ ৷ কিন্তু, আমার প্রিয়জনদের কাছ থেকে পাওয়া শুভেচ্ছা, ভালোবাসা এবং সমর্থন পেয়ে আমি ধন্য ৷ আমি সুস্থ হয়ে ওঠার পাশাপাশি অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপে আমার দলকে আমি সমর্থন জানাব ৷’’ প্রসঙ্গত, রবিবার রাতে বিসিসিআই জানিয়ে দিয়েছে, জসপ্রীত বুমরা অস্ট্রেলিয়ায় টি20 বিশ্বকাপে ভারতীয় দলে থাকতে পারবেন না ৷ পিঠের চোটের কারণেই এই সিদ্ধান্ত ৷ এরপরই সতীর্থরা বুমরার পাশে দাঁড়িয়ে তাঁকে দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য শুভেচ্ছা জানান ৷