পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Jasprit Bumrah: বাইশ গজে ফিরছেন বুমরা, আয়ারল্যান্ড সফরে বিশ্রামে দ্রাবিড় - বাইশ গজে বুমরা

প্রায় একবছর পর বাইশ গজে ফিরছেন স্পিডস্টার জসপ্রীত বুমরাহ ৷ আগামী মাসে আইরিশদের ডেরায় টি-20 সিরিজ খেলবেন গুজরাত পেসার ৷ একই সঙ্গে এই সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে কোচ রাহুল দ্রাবিড়কে ৷ বোর্ডের এক সূত্র খবরটি নিশ্চিত করেছে ইটিভি ভারতের প্রতিনিধি সঞ্জীব গুহকে ৷

Etv Bharat
অগস্টে আইরিশদের বিরুদ্ধে প্রত্যাবর্তন গুজরাত পেসারের

By

Published : Jul 17, 2023, 5:33 PM IST

Updated : Jul 17, 2023, 9:40 PM IST

কলকাতা, 17 জুলাই: বাইশ গজে ফিরছেন জসপ্রীত বুমরা ৷ পিঠের চোট সারিয়ে প্রায় একবছর বাদে প্রত্যাবর্তন হচ্ছে গুজরাত পেসারের ৷ আগামী মাসে আয়ারল্য়ান্ড সফরে তিন ম্যাচের টি-20 সিরিজে দিয়েই ক্রিকেট মাঠে ফিরছেন জাতীয় দলের স্পিডস্টার ৷ অর্থাৎ, আইরিশদের বিরুদ্ধে আপাত নিরীহ কুড়ি-বিশের সিরিজ খেলে পরবর্তীতে বড় মঞ্চের জন্য নিজেকে ঝালিয়ে নেওয়ার সুযোগ থাকছে বুমরার জন্য ৷ একই সঙ্গে বিশ্রাম দেওয়া হচ্ছে কোচ রাহুল দ্রাবিড়কে ৷ ভারতীয় ক্রিকেট বোর্ডের এক সূত্র এমনটাই জানিয়েছে ইটিভি ভারতকে ৷

আগামী 18, 20 এবং 23 অগস্ট ডাবলিনে আইরিশদের তিন ম্যাচের টি-20 সিরিজ খেলবে টিম ইন্ডিয়া ৷ বিসিসিআই'য়ের একটি সূত্র ইটিভি ভারতকে বলেছে, "নেটে শর্ট রান-আপে প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে বুমরা ৷ তবে যেহেতু ওর সম্পূর্ণ সুস্থতা এবং ম্যাচ ফিটনেস একটা উদ্বেগের কারণ, তাই কড়া নজরদারিতেই রয়েছে সে ৷" গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-20 সিরিজে শেষবার জাতীয় দলের জার্সিতে দেখা গিয়েছিল গুজরাত পেসারকে ৷ এরপর পিঠের চোটে কাবু বুমরা একে একে ছিটকে গিয়েছেন টি-20 বিশ্বকাপ, আইপিএল, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মত হাইভোল্টেজ সব ইভেন্ট থেকে ৷

বোর্ডের ওই সূত্রের দাবি, বহুদিন থেকেই অনুশীলনে পুরনো ছন্দে দেখা গেলেও বুমরার প্রত্যাবর্তনের জন্য প্রয়োজন ছিল ফিট সার্টিফিকেট ৷ কিন্তু ফিজিও কিংবা মেডিসিন বিশেষজ্ঞদের তরফে মিলছিল না সেই সবুজ সংকেত ৷ সম্প্রতি আসরে নামেন সদ্য জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নেওয়া অজিত আগরকর ৷ গুজরাত পেসারের সঙ্গে বিশদে আলোচনা করেই তাঁর প্রত্যাবর্তনের ব্যাপারে গ্রিন সিগন্যাল দেবেন ৷ এখন দেখার 11 মাস পর বাইশ গজে ফিরে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নিতে পারেন কি না, পেস বিভাগের অন্যতম ভরসা ৷

আরও পড়ুন:পোডিয়ামে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাওয়ার স্বপ্ন দেখছেন রুতুরাজ

এদিকে রাহুল দ্রাবিড় ও অন্যান্য কোচিং স্টাফদের আয়ারল্যান্ড সফরে টি-20 সিরিজের জন্য বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড ৷ পরিবর্তে দায়িত্ব সামলাবেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি প্রধান ভিভিএস লক্ষ্মণ ৷ অন্যদিকে, বুমরার প্রত্যাবর্তন নিশ্চিত হলেও শ্রেয়স আইয়ার কিংবা কেএল রাহুলের মাঠে ফেরার বিষয়টি নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি ৷

Last Updated : Jul 17, 2023, 9:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details