আমেদাবাদ, 15 অক্টোবর: 155/2 থেকে 191 রানে অলআউট পাকিস্তান ৷ শনিবার ভালো শুরুর পরেও পাক ব্যাটিং অর্ডারে এহেন ধস থেকে তাজ্জব অনেকেই ৷ তবে পাক ব্যাটিংয়ের হারাকিরি নিয়ে যদি বিশ্লেষণ করা হয়, তাহলে অধিনায়ক বাবর আজমের উইকেটকেই 'টার্নিং পয়েন্ট' বলছেন বিশেষজ্ঞদের সিংহভাগ ৷ আর অর্ধশতরান করে মেগা ম্যাচে থিতু হয়ে যাওয়া পাক অধিনায়ককে যিনি সাজঘরে ফেরান তিনি জসপ্রীত বুমরা ৷ 19 রানে 2 উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতে গুজরাত পেসার বুমরা জানালেন, এই মাঠে ছোট থেকে খেলার অভিজ্ঞতাই সাফল্য এনে দিয়েছে ৷
ম্যাচের পর রবিবার একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে ৷ যেখানে হার্দিক পান্ডিয়াকে ম্যাচের পর সাক্ষাৎকার নিতে দেখা গিয়েছে ৷ সেখানেই বুমরা পাক ম্যাচে তাঁর সাফল্যের কারণ জানিয়েছেন ৷ স্পিডস্টার বলেন, "এই মাঠে জুনিয়র ক্রিকেটের প্রচুর ম্যাচে খেলেছি ৷ তখন থেকেই ওই স্টেডিয়ামের পিচ ফ্ল্যাট ৷ তাই এই মাঠে খেলার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চেয়েছিলাম ৷"