মুম্বই, 29 সেপ্টেম্বর: পিঠের চোট সারিয়ে ঘরের মাঠে গত অস্ট্রেলিয়া সিরিজে প্রত্যাবর্তন করেছিলেন ৷ আগামী মাসে অজিভূমে শুরু হতে চলা কুড়ি-বিশের বিশ্বকাপে (T20 World Cup) বোলিং বিভাগের দায়িত্ব সামলানোর কথা ছিল তাঁরই ৷ কিন্তু সে গুড়ে বালি ৷ নতুন করে পিঠের চোটে বিশ্বকাপ শেষ জসপ্রীত বুমরার (Jasprit Bumrah ruled out of T20 World Cup) ৷ গুজরাত পেসারকে ছাড়াই বিশ্বকাপগামী বিমানে উঠতে হবে রোহিত অ্যান্ড কোম্পানিকে ৷ যা মেগা ইভেন্টের আগে বড়সড় ধাক্কা ভারতীয় শিবিরের জন্য ৷
বিসিসিআই থেকে সরকারিভাবে বুমরার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার কথা ঘোষণা না-করা হলেও বোর্ডের বিশ্বস্ত সূত্রে এমনই দাবি করা হয়েছে ৷ সংবাদসংস্থা পিটিআই'কে (PTI) ওই সূত্র জানিয়েছে, পিঠে মারাত্মক চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরা ৷ উল্লেখ্য, বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-20 থেকে সরে যাওয়ার পরেই উদ্বেগ তৈরি হয় ভারতীয় শিবিরে ৷ সেই উদ্বেগ যেন সত্যি হয়ে দেখা দিল এদিন ৷