পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Jasprit Bumrah: জল্পনা সত্যি করে টি20 বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বুমরা - জসপ্রীত বুমরা

টি20 বিশ্বকাপে নেই জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) ৷ বিসিসিআই এর তরফে এই খবর নিশ্চিত করা হয়েছে ৷ রবিবার বোর্ডের চিকিৎসক দল বুমরার পিঠের চোট নিয়ে চূড়ান্ত রিপোর্ট দিতেই, বিসিসিআই বিজ্ঞপ্তি জারি করে বুমরার টি20 বিশ্বকাপ (ICC T20 World Cup 2022) থেকে ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করে ৷

Jasprit Bumrah Ruled Out of ICC T20 World Cup 2022
Jasprit Bumrah Ruled Out of ICC T20 World Cup 2022

By

Published : Oct 4, 2022, 10:24 AM IST

মুম্বই, 4 অক্টোবর: টি20 বিশ্বকাপ থেকে ছিটকেই গেলেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) ৷ সোমবার রাতে বিসিসিআই (BCCI) এর তরফে একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে ৷ পিঠে চোটের কারণে গত কয়েকমাস ভারতীয় দলের বাইরে ছিলেন তিনি ৷ কিন্তু, এশিয়া কাপের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টি20 সিরিজে দলে ফিরেছিলেন তিনি ৷ সেখানে দু’টি ম্যাচও খেলেন ৷ কিন্তু দক্ষিণ আফ্রিকা সিরিজের আগেই ফের তাঁর পিঠের চোট গ্রাস করে তাঁকে ৷ দিনকয়েক মূল্যায়ণের পর বোর্ডের চিকিৎসক দল পাকাপাকিভাবে জানিয়ে দিল যে, অস্ট্রেলিয়ায় আয়োজিত টি20 বিশ্বকাপের (ICC T20 World Cup 2022) দলে থাকতে পারবেন না ভারতীয় পেসার ৷

সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম ম্যাচের আগে অনুশীলনে পুরনো চোট ফিরে আসায় সিরিজ থেকেই ছিটকে যেতে হয় গুজরাত পেসারকে ৷ তারপরেই বুমরা বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে চলে যান ৷ জল্পনা শুরু হয়ে যায় তিনি হয়তো বিশ্বকাপের দলে নেই ৷ এমনকি এই খবরও প্রকাশ হয় যে, বুমরা টি20 বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন ৷ কিন্তু, সেই খবরে এতদিন কোনও মান্যতা দেয়নি বিসিসিআই ৷ বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং কোচ রাহুল দ্রাবিড় জানিয়ে দেন, বুমরার চোট নিয়ে বোর্ডের চিকিৎসকরা কোনও রিপোর্ট দেননি ৷ তাই তিনি বিশ্বকাপের দলে নেই একথা বলতে চাননি সৌরভ এবং রাহুল ৷

কিন্তু, রবিবার বিসিসিআই এর চিকিৎসক দল পিঠের চোট নিয়ে রিপোর্ট দিতেই বোর্ডের তরফে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হল । জসপ্রীত বুমরার বদলে 15 জনের প্রাথমিক দলে কাকে নেওয়া হবে, তা এখনও জানা যায়নি ৷ স্ট্যান্ডবাই হিসাবে মহম্মদ শামি, দীপক চাহার, শ্রেয়স আইয়ার এবং রবি বিষ্ণোই রয়েছেন ৷ তাঁদের মধ্যে বুমরার পরিবর্ত হিসাবে শামি এবং দীপকের মধ্যে একজন মূল 15 জনের দলে ঢুকবেন ৷ সেখানে ম্যাচ ফিট দীপক চাহারের থাকার সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন:দ্বিতীয় টি 20তে 16 রানে জয়ী ভারত, প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম সিরিজ জয়

কিন্তু, দীপক চাহার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে একদিনের সিরিজ খেলবেন ৷ বরং, মহম্মদ শামি 15 জনের দলের সঙ্গে 6 অক্টোবর অস্ট্রেলিয়ায় যাবেন ৷ অন্যদিকে, প্রথমে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি20 সিরিজে শামিকে রাখা হলেও, কোভিড হওয়ায় তিনি ছিটকে যান ৷ ফলে শামি কতটা ম্যাচ ফিট, তা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে ৷ সেক্ষেত্রে কাকে বুমরার পরিবর্ত হিসাবে 15 জনের দলে সামিল করানো হবে, তা নিয়েই এখন জোর চর্চা ভারতীয় ক্রিকেটে ৷

ABOUT THE AUTHOR

...view details