ইন্দোর, 24 সেপ্টেম্বর: ইন্দোরে শুভমন গিল এবং শ্রেয়স আইয়ারের বিধ্বংসী ব্যাটিং ৷ তিন নম্বরে নেমে টি-20 মেজাজে এদিন ব্যাটে ঝড় তুললেন শ্রেয়স ৷ বৃষ্টিতে সাময়িক ম্যাচ বন্ধ হলেও পুনরায় খেলা শুরু হলে বিধ্বংসী মেজাজে ধরা দেন দু'জনেই ৷ ইতিমধ্যেই অর্ধশতরান পূর্ণ করেছেন শুভমন গিল ও শ্রেয়স আইয়ার ৷ দু'জনে জুটিতে পূর্ণ করেছেন শতরানও ৷ সবমিলিয়ে ইন্দোরেই সিরিজ পকেটে পুরে নিতে বড় রানের লক্ষ্যে ভারত ৷ রুতুরাজ এদিন শুরুতে আউট হয়ে গেলেও শ্রেয়সের প্রতি-আক্রমণে ছন্নছাড়া হয়ে যায় অজিরা ৷ পরে শুভমন গিলও অজি পেস বোলিংয়ের বিরুদ্ধে আক্রমণে যান ৷ আপাতত 19 ওভারে 1 উইকেট হারিয়ে 147 রান তুলেছে ৷
আজকের ম্যাচে জসপ্রীত বুমরা বাদে বাকি দল এক রয়েছে ভারতের ৷ প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন দুই ওপেনার শুভমন গিল এবং রুতুরাজ গায়কোয়াড় ৷ তবে, জস হেজলউডের বলে উইকেটের পিছনে 8 রানে ক্যাচ আউট হন রুতুরাজ ৷ তিন নম্বরে ব্যাট করতে নেমে শ্রেয়স আইয়ার শুরুটা ভালো করেছেন ৷ যদিও প্রথম ম্যাচে দুরন্ত ব্যাটিং করা শুভমনের আজকের ইনিংসের শুরুটা কিছুটা স্লথ হয়েছে ৷
আরও পড়ুন:এশিয়ান গেমসে রোয়িংয়ে দলগত ও ডাবলসে 2 দু’টি ব্রোঞ্জ, 1টি রুপো জয় পুরুষদের