পারল, 17 জানুয়ারি : দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ এলে কেউই হাতছাড়া করতে চায় না ৷ ব্যতিক্রম নন জাতীয় দলের স্পিডস্টার জসপ্রীত বুমরা ৷ অদূর ভবিষ্যতে লাল বলের ক্রিকেটে জাতীয় দলকে নেতৃত্বদানের সুযোগ এলে প্রস্তুত তিনি (Jasprit Bumrah is ready to be Indian test captain) ৷ দক্ষিণ আফ্রিকায় ওডিআই সিরিজ শুরুর আগে সোমবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন গুজরাট পেসার ৷
ডিন এলগারদের বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের পর গত শনিবার টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব থেকেও সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি ৷ স্বাভাবিকভাবেই লাল বলের ক্রিকেটে দেশের নয়া অধিনায়ক কে হবেন, তা নিয়ে শুরু হয়েছে চর্চা ৷ রোহিত শর্মা দৌড়ে সবার প্রথমে থাকলেও তাঁর বয়স একটা ফ্যাক্টর ৷ সমস্তদিক পর্যালোচনা করে বিসিসিআই তরুণ প্রজন্মের কারও হাতে দায়িত্বভার সঁপে দিলে অবাক হওয়ার কিছু থাকবে না ৷ আর সেটা হলে জসপ্রীত বুমরা দেশের নয়া টেস্ট অধিনায়ক হওয়ার অন্যতম দাবিদার (Jasprit Bumrah is one of the contenders to be the new Test captain of India) ৷