পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Sourav on Jasprit Bumrah: অক্টোবরে ঘরের মাঠে বুমরার বিশ্বকাপ খেলা নিয়ে সংশয়ে সৌরভ - বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

2023 আইসিসি বিশ্বকাপে কি খেলতে পারবেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরা ? এই প্রশ্নই এবার উঠতে শুরু করেছে ৷ এ নিয়ে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের মনেও সংশয় রয়েছে (Sourav on Jasprit Bumrah) ৷

Sourav on Jasprit Bumrah ETV BHARAT
Sourav on Jasprit Bumrah

By

Published : Mar 13, 2023, 9:03 PM IST

কলকাতা, 13 মার্চ: ঘরের মাঠে আগামী অক্টোবর মাসে বিশ্বকাপে আসর বসছে ৷ সেখানে জসপ্রীত বুমরাকে পাওয়া যাবে কি না, সেই নিয়ে সংশয় প্রকাশ করলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ দীর্ঘ 1 বছর ধরে পিঠের চোটের সমস্যায় ভুগছেন ভারতের এই পেসার ৷ বর্তমানে তিনি নিউজিল্যান্ডে রয়েছেন ৷ সেখানে তাঁর অস্ত্রোপচার হয়েছে ৷ রি-হ্যাবে থেকে পুরোপুরি সুস্থ হতে প্রায় 6 মাস সময় লাগবে বুমরার ৷ আর সুস্থ হয়েই তিনি ম্যাচ ফিট হতে পারবেন কি না, সেই নিয়েই সংশয় প্রকাশ করেছেন সৌরভ (Jasprit Bumrah May be Doubtful for ICC World Cup)৷

প্রাক্তন ভারত অধিনায়ক জানিয়েছেন, 6 মাস পর মাঠে ফিরবেন ঠিকই ৷ কিন্তু, তার কয়েকদিনের মধ্যেই বিশ্বকাপ শুরু হয়ে যাবে ৷ দ্রুত ম্যাচ ফিট হয়ে তাঁর পক্ষে বিশ্বকাপে নেমে পড়া কঠিন বলে মনে করছেন তিনি ৷ আর অস্ত্রোপচারের পর ফিট হয়ে মাঠে ফিরতে কতটা সময় লাগতে পারে এই প্রসঙ্গে সৌরভ বলেন, ‘‘মাঠে ফেরা অনেককিছুর উপর নির্ভর করে ৷ অস্ত্রোপচার কেমন হয়েছে ? তারপর রি-হ্যাব কেমন হয়েছে? এ সবকিছুর উপর নির্ভর করে ফিরে আসা ৷’’ স্বাভাবিকভাবেই জসপ্রীত বুমরার পক্ষে বিশ্বকাপে নামা কঠিন বলে মনে করছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷

ইতিমধ্যেই, আইপিএল থেকে ছিটকে গিয়েছেন ভারতীয় পেসার ৷ বিসিসিআই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তাদের কাছে ক্রিকেটারের ফিটনেস সবার আগে ৷ তাই বিশ্বকাপের আগে কোনও ক্রিকেটারের সামান্য চোট থাকলেও, তার জন্য চিকিৎসা করাতে হবে ৷ প্রয়োজনে বোর্ড তার ব্যবস্থা করে দেবে ৷ কিন্তু, সামান্য সমস্যা থাকলেও আইপিএল খেলা যাবে না ৷ প্লেয়ারদের ফিটনেস ম্যানেজমেন্ট নিয়ে বিসিসিআই কোনও আপসে যেতে রাজি নয় ৷ বিশেষ করে একের পর এক আইসিসি টুর্নামেন্টের নক-আউট পর্ব থেকে ছিটকে যাওয়ার পর, আরও কঠোর মনোভাব নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড ৷

আরও পড়ুন:আইসিসি'র বিচারে ফেব্রুয়ারির 'প্লেয়ার অফ দ্য মান্থ' হ্যারি ব্রুক

অন্যদিকে, আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে শ্রীলঙ্কা প্রথম টেস্টে হারের পর, ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোয়ালিফাই করে গিয়েছে ৷ আগামী 7 জুন থেকে লন্ডনের দ্য ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল খেলবে ভারত ৷ সেখানকার সিমিং আবহাওয়ায় জসপ্রীত বুমরার অভাব খুব করে বোধ করবে ভারত ৷ বিশেষত, ইংল্যান্ডের মাঠে বুমরার পারফর্মেন্স যথেষ্ঠ ভালো ৷ তা সে সাদা বলে হোক বা লাল বলে ৷ তাই দ্বিতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেও, ভারত তার চ্যাম্পিয়ন বোলারকে পাবে না ৷ তবে, বিশ্বকাপের মঞ্চে বুমরাকে পাওয়া যাবে কি না, তা সময়ই বলবে ৷

ABOUT THE AUTHOR

...view details