মুম্বই, 2 মার্চ:এখনই মাঠে ফিরছেন না দেশের সেরা পেসার । বোর্ডের এক সূত্র মারফত জানা গিয়েছে, পিঠের অস্ত্রোপচারের জন্য নিউজিল্যান্ডে যেতে পারেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah injury) । ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (Board of Control for Cricket in India) মেডিক্যাল টিম এবং ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির (National Cricket Academy) ম্যানেজাররা রোয়ান সাউটেন নামে একজন সার্জনকে চূড়ান্ত করেছেন (Bumrah likely to fly to New Zealand for back surgery)। ইংল্যান্ডের পেসার জোফরা আর্চারের চিকিৎসাও তিনিই করছিলেন ।
শেষ পাঁচ মাস চোটের কবলে পড়ে মাঠের বাইরে বুমরা (Jasprit Bumrah) । ফলে দলের সেরা পেসারকে অস্ত্রোপচারের জন্য যত তাড়াতাড়ি সম্ভব অকল্যান্ডে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বিসিসিআই'য়ের তরফে। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষবার টি-20 ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি । 25 সেপ্টেম্বর 2022-এ চোটের কবলে পড়েন গুজরাতি পেসার । পিঠের চোটের কারণে এশিয়া কাপ ও টি-20 বিশ্বকাপে মাঠে নামতে পারেননি । বিসিসিআই ম্যানেজমেন্টের বর্তমান অগ্রাধিকার হল অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপের জন্য দলের অন্যতম সেরা অস্ত্রকে প্রস্তুত করা ।