মুম্বই, 4 সেপ্টেম্বর:তিনি ভারতের বোলিং বিভাগের সেরা অস্ত্র ৷ প্রতিপক্ষকে পেড়ে ফেলতে তাঁর উপর নির্ভর করে থাকে ‘মেন ইন ব্লু’ ৷ এবার আরও দায়িত্ব বাড়ল জসপ্রীত বুমরার ৷ বাবা হলেন আমেদাবাদি পেসার ৷ সোমবার সকালে টুইটে বুমরা জানিয়েছেন, পুত্রসন্তানের জন্ম দিয়েছেন স্ত্রী সঞ্জনা গণেশন ৷ বিশেষ মুহূর্তে স্ত্রী’র পাশে থাকতে গতকাল এশিয়া কাপের মাঝপথেই দেশে ফিরেছিলেন তিনি ৷ ফলে এশিয়া কাপে নেপালের বিরুদ্ধে নেই তিনি ৷ যদিও তাঁর ফিরে আসা নিয়ে বিসিসিআই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ৷
এদিন টুইটে বুমরা লিখেছেন, ‘‘আমাদের ছোট্ট পরিবার বড় হয়েছে ৷ আমরা যতটা কল্পনা করেছিলাম, আমাদের হৃদয় আজ তার চেয়েও বেশি পরিপূর্ণ! আজ সকালে আমরা আমাদের ছোট ছেলে অঙ্গদ জসপ্রীত বুমরাকে স্বাগত জানিয়েছি । আমাদের জীবনের এই নতুন অধ্যায়ে প্রবেশ করে আনন্দে ভাসছি ৷’’
সামাজিক মাধ্যমে শুভেচ্ছায় ভাসলেন বুমরা
বুমরার ওই পোস্টে মজার মন্তব্য করেছেন দীনেশ কার্তিক । স্টাম্পার-ব্যাটার লিখেছেন, "তোমাদের দু’জনকেই অনেক শুভেচ্ছা । এবার থেকে শুধু ইয়র্কার করার বিষয়ে নিখুঁত হলে চলবে না, ডায়াপার বদলানোর ব্যাপারেও পারফেক্ট হতে হবে। বুমরার পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, চেতেশ্বর পূজারা, অনুষ্কা শর্মা, হ্যাজেল কিচরা ।
আরও পড়ুন: বিশ্বকাপের আগে ছন্দে বুমরা, তরুণদের ভূমিকায় খুশি অধিনায়ক
ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, এশিয়া কাপের মাঝপথে দেশে ফিরলেও সুপার ফোরের ম্যাচে পাওয়া যাবে বুমরাকে ৷ চোটের কারণে দীর্ঘদিন বাইশ গজ থেকে দূরে ছিলেন ৷ সদ্য অস্ত্রোপচারের পর আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাঠে ফিরেছেন ৷ সিরিজ সেরাও হয়েছেন দলের পেস ব্যাটারি ৷ ফলে বিশ্বকাপের আগে এশিয়া কাপে ভালো পারফর্ম করতে বদ্ধপরিকর বুমরা ৷ যদিও এশিয়া কাপে এখনও পর্যন্ত বল করার সুযোগ হয়নি তার ৷ নেপালকে হারিয়ে ভারত সুপার ফোর নিশ্চিত করলে হাত ঘোরানোর সুযোগ আসবে বুমরার কাছে ৷