পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: নিরাপত্তা ভেঙে চিপকে বিরাটের কাছে পৌঁছনোর ভিডিয়ো প্রকাশ জার্ভোর; বললেন কোহলিই প্রিয় - latest news of Jarvo

রবিবার চেন্নাইয়ে অস্ট্রেলিয়া-ভারতের ম্যাচে মাঠে প্রবেশ করেন 'জার্ভো 69'। সকলকে ফাঁকি দিয়ে টিম ইন্ডিয়ার জার্সি গায়ে মাঠে নামেন এই ইংলিশ ক্রিকেট ভক্ত। সোজা চলে যান কোহলির কাছে ৷ তখন জার্ভোর সঙ্গে বিরাট কোহলিকেও কথা বলতে দেখা যায়। বিরাটকে দেখে মনে হচ্ছিল, তিনি বেজায় চটেছেন। তবে সঙ্গে সঙ্গেই তাঁকে মাঠের বাইরে বের করে দেওয়া হয়।

চিপকে ঢুকে পড়লেন জার্ভো 69
ICC World Cup 2023

By ETV Bharat Bangla Team

Published : Oct 10, 2023, 4:45 PM IST

হায়দরাবাদ, 10 অক্টোবর: অস্ট্রেলিয়া ও ভারত ম্যাচ শুরু হওয়ায় কিছু পরেই চেন্নাইয়ের চিপক স্টেডেয়ামের বাউন্ডারি পেরিয়ে করে মাঠে ঢুকে পড়েন জার্ভো 69 ৷ আর সোজা চলে যান বিরাট কোহলির কাছে ৷ ক্রিকেটের খোঁজ রাখেন এমন অনেকের কাছে জার্ভো পরিচিত এক নাম ৷ তাঁর আসল নাম ড্যানিয়েল জার্ভিস ৷ তিনি এর আগে এভাবে বেশ কয়েকবার মাঠে ঢুকে পড়েন ৷ তবে রবিবার 2021 সালে ভারত-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট চলাকালীন লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের পিচ ঢুকে তিনি বেশ খ্যাতি অর্জন করেন ৷ পরে ইংলিশ ক্রিকেট বোর্ড তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছিল। আর এবার একবার চলে এলেন খবরের শিরোনামে ৷ রবিবার চিপকে কোহলির কাছে পৌঁছে যাওয়ার ভিডিয়ো সোশাল মিডিয়ায় পোস্ট করলেন জার্ভো ৷

সোশাল মিডিয়া এক্সে জার্ভোর চিপকের পিচে ঢুকে পড়ার একাধিক ছবি ভাইরাল হয়েছে। পরবর্তীতে দেখা যায় ম্যাচের মাঝে ফের মাঠে ঢুকে পড়েন জার্ভো। সে বার তিনি পৌঁছে যান লোকেশ রাহুলের কাছে। রাহুল সেই সময় জার্ভোকে মাঠ থেকে বেরিয়ে যেতে বলেন। ফের নিরাপত্তারক্ষীরা তাঁকে মাঠ থেকে বের করে দেন। কিন্তু একই ম্যাচে 2 বার জার্ভো মাঠে ঢুকে পড়ায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। এই ঘটনায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বিশ্বকাপের বাকি সব ম্যাচের জন্য তাকে নিষিদ্ধ করেছে। আইসিসির এক মুখপাত্র বার্তাসংস্থা পিটিআইকে বলেছেন, "আমরা এই ধরনের ঘটনা যেকোনও মূল্যে ঠেকাতে চাই। এটা নিয়ে আমরা গুরুত্বের সঙ্গে কাজ করছি।"

কে এই জার্ভো-

  • 'নিষিদ্ধ' কোহলি সমর্থক 'জার্ভো 69' নামে পরিচিত হলেও, তার আসল নাম ড্যানিয়েল জার্ভিস, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্র্যাঙ্কস্টার হিসেবে খ্যাতি লাভ করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে বহুল পরিচিত শব্দ 'পিচ ইনভেডার' তিনি। জার্ভিস একের পর এক মাঠে ঢোকার মতো ঘটনা ঘটিয়ে এখন আন্তর্জাতিক পরিচিতি পেয়েছেন।
  • নানা সময়ে তিনি মাঠে ঢুকে ইউটিউবে সেটা নিয়ে ভিডিয়ো দিয়ে লেখেন, 'সাকসেস'। জার্ভিসের ইউটিউব চ্যানেলে 1 লক্ষ 80 হাজারের বেশি সাবস্ক্রাইবার আছে। সেখানে তিনি বিভিন্ন খেলায় মাঠে ঢুকে পড়ার ভিডিয়ো আপলোড করেছেন। শুধু ক্রিকেট না, চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল এবং এমনকী আমেরিকার ন্যাশনাল ফুটবল লিগের খেলাতেও তিনি মাঠে ঢুকে পড়েছিলেন ৷
  • 2021 সালে ইংল্যান্ড ও ভারতের মধ্যে ম্যাচ চলাকালীন জার্ভো নামধারী এই ব্যক্তি মাঠে ঢুকে জনি বেয়ারস্টোর দিকে তেড়ে যান, এই ঘটনায় পুলিশের হাতে আটক হয়েছিলেন তিনি।

আরও পড়ুন:হাসপাতাল থেকে ছাড়া পেলেন শুভমন; তবু পাক ম্যাচে ওপেনারের থাকা নিয়ে সংশয়?

ABOUT THE AUTHOR

...view details