হায়দরাবাদ, 10 অক্টোবর: অস্ট্রেলিয়া ও ভারত ম্যাচ শুরু হওয়ায় কিছু পরেই চেন্নাইয়ের চিপক স্টেডেয়ামের বাউন্ডারি পেরিয়ে করে মাঠে ঢুকে পড়েন জার্ভো 69 ৷ আর সোজা চলে যান বিরাট কোহলির কাছে ৷ ক্রিকেটের খোঁজ রাখেন এমন অনেকের কাছে জার্ভো পরিচিত এক নাম ৷ তাঁর আসল নাম ড্যানিয়েল জার্ভিস ৷ তিনি এর আগে এভাবে বেশ কয়েকবার মাঠে ঢুকে পড়েন ৷ তবে রবিবার 2021 সালে ভারত-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট চলাকালীন লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের পিচ ঢুকে তিনি বেশ খ্যাতি অর্জন করেন ৷ পরে ইংলিশ ক্রিকেট বোর্ড তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছিল। আর এবার একবার চলে এলেন খবরের শিরোনামে ৷ রবিবার চিপকে কোহলির কাছে পৌঁছে যাওয়ার ভিডিয়ো সোশাল মিডিয়ায় পোস্ট করলেন জার্ভো ৷
সোশাল মিডিয়া এক্সে জার্ভোর চিপকের পিচে ঢুকে পড়ার একাধিক ছবি ভাইরাল হয়েছে। পরবর্তীতে দেখা যায় ম্যাচের মাঝে ফের মাঠে ঢুকে পড়েন জার্ভো। সে বার তিনি পৌঁছে যান লোকেশ রাহুলের কাছে। রাহুল সেই সময় জার্ভোকে মাঠ থেকে বেরিয়ে যেতে বলেন। ফের নিরাপত্তারক্ষীরা তাঁকে মাঠ থেকে বের করে দেন। কিন্তু একই ম্যাচে 2 বার জার্ভো মাঠে ঢুকে পড়ায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। এই ঘটনায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বিশ্বকাপের বাকি সব ম্যাচের জন্য তাকে নিষিদ্ধ করেছে। আইসিসির এক মুখপাত্র বার্তাসংস্থা পিটিআইকে বলেছেন, "আমরা এই ধরনের ঘটনা যেকোনও মূল্যে ঠেকাতে চাই। এটা নিয়ে আমরা গুরুত্বের সঙ্গে কাজ করছি।"