পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে ফের মাঠে জারভো 69, বুঝিয়ে মাঠ থেকে বের করলেন বিরাট

Jarvo 69 Breaches Security at Chepauk in Cricket World Cup: মাঠে ঢুকেই পিচের মাঝখান দিয়ে দৌড় শুরু করলেন ৷ না কোনও ক্রিকেটার নন ৷ ইনি ব্রিটিশ নাগরিক জারভো 96 ৷ আজ ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ শুরু হওয়ার আগে মাঠে ঢুকে পড়েন তিনি ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Oct 8, 2023, 5:49 PM IST

চেন্নাই, 8 অক্টোবর: জারভো 69, ক্রিকেটপ্রেমীদের কাছে এই নামটা অত্যন্ত পরিচিত ৷ না ইনি কোনও বিদেশি দলের ক্রিকেটার নন ৷ জারভো হলেন, সেই ব্যক্তি যিনি স্টেডিয়ামের নিরাপত্তা বেষ্টনী ভেদ করে বারেবারে মাঠের ভিতরে প্রবেশ করেন ৷ সেই জারভো এবার চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে ৷ ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ শুরুর আগে হঠাৎই নিরাপত্তা বেষ্টনী পার করে মাঠের ভিতরে প্রবেশ করেন ৷ একেবারে পিচের উপর দিয়ে দৌড়তে শুরু করেন জারভো ৷ শেষে বিরাট কোহলি তাঁর কাছে যান এবং বুঝিয়ে শুনিয়ে মাঠের বাইরে বের করেন ৷

ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ শুরুর ঠিক আগের মুহূর্তে মাঠে ঢুকে পড়েন ‘জারভো 69’ ৷ আর মাঠে ঢুকেই পিচের উপর দৌড়তে শুরু করেন ৷ সেই সময় ভারতীয় ক্রিকেটাররা ফিল্ডিংয়ে নিজেদের জায়গায় দাঁড়াচ্ছিলেন ৷ ঠিক তখনই রণে-ভঙ্গ দিতে চলে আসেন জারভো ৷ আর ভারতীয় দলের জার্সি পরে থাকায় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ এবং ম্যাচের আয়োজকরা প্রথমে বুঝতে পারেননি ৷ কিন্তু, যখনই বিষয়টি স্পষ্ট হয়, দ্রুত নিরাপত্তারক্ষীরা মাঠে চলে আসেন ৷ কিন্তু, পিচের উপর দিয়ে দৌড়ানোয় বিষয়টি মাত্রা ছাড়িয়ে যায় ৷

এই পরিস্থিতিতে বিরাট জারভোর কাছে যান ৷ তাঁকে বিরাট বোঝাতে থাকেন, যাতে জারভো মাঠের বাইরে চলে যায় ৷ এরই মধ্যে নিরাপত্তারক্ষীরা সেখানে পৌঁছে যান ৷ তাঁরাই জারভো 69-কে মাঠ থেকে বের করে দেন ৷ এর আগেও এমনটা করেছিলেন জারভো ৷ 2021 সালে ওভালে ইল্যান্ড বনাম ভারত টেস্ট ম্যাচের মাঝে মাঠে ঢুকে পড়েন জারভো ৷ ভারতের টেস্ট জার্সি পরে মাঠে ফিল্ডিং করতে দাঁড়িয়ে যান ৷ সেই সময় ব্রিটিশ উইকেট-কিপার জনি বেয়ারস্টোর সঙ্গে একপ্রকার হাতাহাতি বেঁধে যায় জারভোর ৷ সেই সময় নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি সামাল দেন ৷

আরও পড়ুন:প্রাথমিক ধাক্কা সামলে মূল্যবান পার্টনারশিপ, যদিও হাফসেঞ্চুরি ফেলে এলেন ওয়ার্নার-স্মিথ

ওই ম্যাচেই হাতে ব্যাট নিয়ে প্যাড, গ্লাভস এবং হেলমেট পরে মাঠে নেমে পড়েন ৷ এমনকি জনি বেয়ারস্টোকে নকল করতে শুরু করেন মাঠে নেমে ৷ এর পর বাধ্য হয়ে জারভোকে মাঠ থেকে শুধু বের করে দেওয়া হয় না, পুলিশের হাতেও তুলে দেয় আয়োজকরা ৷ এর পর জারভোকে ইংল্যান্ডের সব মাঠ থেকে বহিষ্কার করা হয়েছিল ৷ তার পর বিশ্বকাপের মঞ্চে আবারও দেখা দিলেন জারভো 69 ৷

ABOUT THE AUTHOR

...view details