নয়াদিল্লি, 27 জুন : নিউজ়িল্যান্ড পেসার কাইল জেমিসনের মধ্যে ভাল অলরাউন্ডার হওয়ার সমস্ত রসদ আছে বলে মনে করেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান সচিন তেন্ডুলকর ৷ সম্প্রতি শেষ হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কাইলের ব্যাট-বলে দক্ষতা দেখার পর এমনটাই মত মাস্টারব্লাস্টারের ৷
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেতাব জয়ে নিউজ়িল্যান্ডের হয়ে বড় ভূমিকা পালন করেন কাইল জেমিসন ৷ ম্যাচে 44 ওভার বোলিং করে 61 রান দিয়ে তুলে নেন 7টি উইকেট ৷ তারপরই নিজের ইউটিউব চ্যানেলে সচিন বলেন, ‘‘কাইল জেমিসন এক অসাধারণ অলরাউন্ডার ৷ বিশ্ব ক্রিকেটে প্রথম সারির অলরাউন্ডার হতে চলেছেন কাইল ৷ গতবছর আমার ওকে দেখে বেশ আকর্ষণীয় মনে হয়েছিল ৷’’
তারপর সচিন বর্ণনা করেন, কেন ইংলিশ পরিবেশে কাইল জেমিসনের খেলা ভয়ঙ্কর ৷ সচিন বলেন,‘‘যদি জেমিসনের বোলিং দেখা যায়, তাহলে ও যথেষ্ট লম্বা ও সিম বোলিং করতে পছন্দ করে ৷ টিম সাউদি, ট্রেন্ট বোল্ট ও নেল ওয়াগনারের তুলনায় ও অন্য ধাঁচের বোলার ৷’’