ইন্দোর, 1 মার্চ: হোলকার স্টেডিয়ামের ঘূর্ণি পিচে অজি স্পিনারদের সামনে অসহায় আত্মসমর্পণ করল ভারত ৷ একের পর এক ব্যাটার প্যাভিলিয়নে ফিরেছেন, মনের মতো পিচ পেয়েও ব্যর্থ রবিচন্দ্রন অশ্বিন । প্রথমদিনের শেষে 47 রানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া । 4 উইকেট হারিয়ে ক্যাঙারু-ব্রিগেডের সংগ্রহ 156 রান । ক্রিজে রয়েছেন পিটার হ্যান্ডসকম্ব, ক্যামেরুন গ্রিন ।
ইন্দোরে কার্যত টিমটিম করে জ্বলছে টিম ইন্ডিয়া । একমাত্র উজ্জ্বল রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja scripted history in Indore) । 'একা কুম্ভ' জাড্ডুর হাতে এখনও ম্যাচে রয়েছে ভারত । টানা তৃতীয় ম্যাচে এক ইনিংসে 5 উইকেট নেওয়ার পথে জাদেজা । প্রথম দিনের শেষে তাঁর নামের পাশে 4টি উইকেট । প্যাভিলিয়নে ফিরিয়েছেন উসমান খোয়াজা, ট্র্যাভিস হেড, মার্নাস ল্যাবুশান, স্টিভ স্মিথকে । একই সঙ্গে একাধিক রেকর্ডও গড়েছেন সৌরাষ্ট্রের অল-রাউন্ডার ।