সিডনি, 20 মে : চলতি বছরে ভারতে টি-20 বিশ্বকাপ আয়োজন করা কঠিন হবে ৷ এমনটাই মত প্রাক্তন অজ়ি ব্যাটসম্যান মাইকেল হাসির ৷ বর্তমানে ভারতে করোনা প্যানডেমিকের দ্বিতীয় ঢেউ চলছে ৷ আইপিএলের বায়োবাবলেও করোনা সংক্রমণ হওয়ায় মাঝপথেই বন্ধ করে দিতে হয় টুর্নামেন্ট ৷ হাসির মতে এই পরিস্থিতিতে ভারতে টি-20 বিশ্বকাপের মতো টুর্নামেন্ট আয়োজন করা বিপজ্জনক ৷
আইপিএলে কোচিং করতে এসে করোনা আক্রান্ত হন মাইকেল হাসিও ৷ তাই আইপিএলে অংশ নেওয়া অস্ট্রেলিয়ার বাকি ক্রিকেটার ও স্টাফের সঙ্গে বাড়ি ফেরা হয়নি তাঁর ৷ তবে অবশেষে অস্ট্রেলিয়া পৌঁছেছেন তিনি ৷
অস্ট্রেলিয়া ফিরে সেদেশের একটি সংবাদ সংস্থকে দেওয়া সাক্ষাৎকারে হাসি বলেন, ‘‘ আমার মতে ভারতে এখন টি-20 বিশ্বকাপ খেলতে যাওয়া বিপজ্জনক ৷ আইপিএলে মাত্র 8টি দল খেলে ৷ বিশ্বকাপে বাইরে থেকে আরও অনেক দল আসবে ৷ এছাড়া একাধিক ভেনুতে খেলা হবে ৷ যখনই একাধিক শহরে খেলা হবে, তখনই সমস্যা বাড়বে ৷ আমার মনে হয়, টি-20 বিশ্বকাপ নিয়ে আরও বড় পরিকল্পনা দরকার ৷ সেক্ষেত্রে আরব আমিরশাহি বা অন্য কোথাও বিশ্বকাপের আয়োজন করা যেতে পারে ৷’’