পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

চলতি বছরে ভারতে টি-20 বিশ্বকাপ আয়োজন করা বিপজ্জনক : হাসি - করোনা আক্রান্ত হন মাইকেল হাসি

আইপিএলে কোচিং করতে এসে করোনা আক্রান্ত হন মাইকেল হাসিও ৷ তাই আইপিএলে অংশ নেওয়া অস্ট্রেলিয়ার বাকি ক্রিকেটার ও স্টাফের সঙ্গে বাড়ি ফেরা হয়নি তাঁর ৷ তবে অবশেষে অস্ট্রেলিয়া পৌঁছেছেন তিনি ৷

মাইকেল হাসি
মাইকেল হাসি

By

Published : May 20, 2021, 10:53 AM IST

সিডনি, 20 মে : চলতি বছরে ভারতে টি-20 বিশ্বকাপ আয়োজন করা কঠিন হবে ৷ এমনটাই মত প্রাক্তন অজ়ি ব্যাটসম্যান মাইকেল হাসির ৷ বর্তমানে ভারতে করোনা প্যানডেমিকের দ্বিতীয় ঢেউ চলছে ৷ আইপিএলের বায়োবাবলেও করোনা সংক্রমণ হওয়ায় মাঝপথেই বন্ধ করে দিতে হয় টুর্নামেন্ট ৷ হাসির মতে এই পরিস্থিতিতে ভারতে টি-20 বিশ্বকাপের মতো টুর্নামেন্ট আয়োজন করা বিপজ্জনক ৷

আইপিএলে কোচিং করতে এসে করোনা আক্রান্ত হন মাইকেল হাসিও ৷ তাই আইপিএলে অংশ নেওয়া অস্ট্রেলিয়ার বাকি ক্রিকেটার ও স্টাফের সঙ্গে বাড়ি ফেরা হয়নি তাঁর ৷ তবে অবশেষে অস্ট্রেলিয়া পৌঁছেছেন তিনি ৷

অস্ট্রেলিয়া ফিরে সেদেশের একটি সংবাদ সংস্থকে দেওয়া সাক্ষাৎকারে হাসি বলেন, ‘‘ আমার মতে ভারতে এখন টি-20 বিশ্বকাপ খেলতে যাওয়া বিপজ্জনক ৷ আইপিএলে মাত্র 8টি দল খেলে ৷ বিশ্বকাপে বাইরে থেকে আরও অনেক দল আসবে ৷ এছাড়া একাধিক ভেনুতে খেলা হবে ৷ যখনই একাধিক শহরে খেলা হবে, তখনই সমস্যা বাড়বে ৷ আমার মনে হয়, টি-20 বিশ্বকাপ নিয়ে আরও বড় পরিকল্পনা দরকার ৷ সেক্ষেত্রে আরব আমিরশাহি বা অন্য কোথাও বিশ্বকাপের আয়োজন করা যেতে পারে ৷’’

আগামী 29 মে ভার্চুয়ালি বৈঠকে বসছে বিসিসিআই ৷ সেই এসজিএমে বিশ্বকাপ আয়োজন নিয়ে আলোচনা হবে বলে খবর ৷ অন্যদিকে আইসিসি আগামী 1 জুন বৈঠক করবে ৷

আরও পড়ুন : অধিনায়ক সৌরভ সব নিজের হাতে রাখতে চাইতেন ! আবার সুর চড়ালেন চ্য়াপেল

এখনও পর্যন্ত 9টি ভেনু নিশ্চিত করেছে বিসিসিআই ৷ সেগুলি হল আমেদাবাদ, মুম্বই, কলকাতা, নয়াদিল্লি, হায়দরাবাদ, চেন্নাই, ধর্মশালা ও লখনউ ৷ ইতিমধ্যে অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে রাজ্য সংস্থা গুলিকে তৈরি থাকার কথা বলা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details