বেঙ্গালুরু, 27 অগস্ট: কেরিয়ার শেষ হয়ে যেতে পারে ৷ সেই ভয় সবসময় তাড়া করে বেড়াত শ্রেয়স আইয়ারকে ৷ অস্ত্রোপচারের পরেও একটা সময় পিঠের ব্যথা তাঁর সঙ্গ ছাড়েনি ৷ সবসময় কষ্ট পেতে হত ৷ বিসিসিআই টিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই জানালেন এই ভারতীয় ক্রিকেটার ৷ এই পিঠের চোটের কারণেই অস্ট্রেলিয়া সিরিজের পর ক্রিকেট থেকেই দূরে রয়েছেন তিনি ৷ তবে, চোট সারিয়ে আসন্ন এশিয়া কাপে ভারতীয় দলে কামব্যাক করছেন ৷
শ্রেয়স জানালেন, অস্ত্রোপচারের আগে পিঠের চোট তাঁকে খুবই কষ্ট দিত ৷ কোন পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি গিয়েছিলেন, তা ভাষায় বোঝাতে পারবেন না ৷ তবে, সেই চোট পর্ব কাটিয়ে এবার ক্রিকেটে তথা ভারতীয় দলে ফেরার পালা 28 বছরের শ্রেয়সের ৷ এই ফিরে আসার ক্ষেত্রেও খুবই সতর্ক ভারতের মিডল-অর্ডার ব্যাটার ৷ জানালেন, খুব বুঝে শুনে ধাপে ধাপে এগোচ্ছেন ৷
সেই যন্ত্রণার অভিজ্ঞতা সম্পর্কে শ্রেয়স বলেন, "নির্দিষ্টভাবে বলতে গেলে, আমার স্নায়ু আটকে যেত ৷ মূলত স্লিপ ডিস্কের সমস্যা দেখা দিয়েছিল ৷ যা স্নায়ুকে সংকুচিত করে দিত এবং সেই যন্ত্রণা আমার শরীর থেকে পায়ের আঙুল পর্যন্ত ছড়িয়ে যেত ৷ আর সেই মুহূর্তটা খুবই ভয়াবহ ছিল আমার জন্য ৷ আমি ব্যথায় গুটিয়ে যেতাম ৷ আমি সেই মুহূর্তটিকে ঠিক করে বোঝাতেও পারব না, ঠিক কোন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি ৷ আর সেই সময় আমার মনে হত, বাকিদের সঙ্গে আমি কীভাবে যোগাযোগ করব, কথা বলব ৷"