পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

India Beats West Indies: ঈশানের ব্যাটে, কুলদীপ-মুকেশদের বলে জয় ভারতের

টেস্ট সিরিজ যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই ওডিআই সিরিজ শুরু করল ভারত। বল হাতে দাপট দেখালেন কুলদীপ যাদব থেকে শুরু করে মুকেশ কুমাররা। তবে সহজ টার্গেট তাড়া করতেও কিছুটা চাপেই পড়েলেন ভারতীয় ব্যাটাররা।

Etv Bharat
Etv Bharat

By

Published : Jul 28, 2023, 7:22 AM IST

Updated : Jul 28, 2023, 11:14 AM IST

বার্বাডোজ, 28 জুলাই: টেস্ট সিরিজের পর ওডিআই সিরিজের শুরুটাও বেশ ভালোই করল টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে পাঁচ উইকেটে ক্যারিবিয়ানদের হারিয়ে দিলেন রোহিতরা। বল হাতে কুলদীপ যাদব, মুকেশ কুমার এবং রবীন্দ্র জাদেজারা কামাল দেখালেন। তার জেরে নির্ধারিত 50 ওভারে ওয়েস্ট ইন্ডিজ, ভারতের জন্য 115 রানের বেশি লক্ষ্যমাত্রা রাখতে পারেনি। 22 ওভার ব্যাট করে সেই রান তুলল টিম ইন্ডিয়া।

এই সামান্য রান করতেও ভারতীয় ব্যাটারদের খানিকটা বেগ পেতে হল। এই বিষয়টি টিম ম্যানেজমেন্টকে অবশ্যই চিন্তায় রাখবে। টেস্ট ম্যাচের খারাপ ফর্ম থেকে এখনও বেরিয়ে আসতে পারলেন না ভারতের তরুণ তুর্কি ব্যাটার শুভমন গিল। 16 বল খেলে মাত্র 7 রান করে আউট হন শুভমন। আর তার জেরে মাত্র 18 রানেই প্রথম উইকেট হারাল ভারত। তবে আরেক ওপেনার ঈশান কিষাণের ব্যাট থেকে এল 52 রানের ঝকঝকে ইনিংস।

এক হিসেবে বলা যেতে পারে ঈশানকে ওপেন করতে পাঠিয়ে রোহিত যে পরীক্ষা করলেন তা সফল হল। ঈশানের পাশাপাশি সূর্যকুমার যাদবও এদিন নিজের চেনা পজিশনের বদলে ব্যাট করতে এলেন তিন নম্বরে। শুরু থেকেই চালিয়ে খেলা সূর্যকুমার অবশ্য 25 বল খেলে 19 রানের বেশি করতে পারলেন না। এরপর ব্যাট করতে আসা হার্দিক পান্ডিয়াও ফিরে যান মাত্র পাঁচ রানেই।

হার্দিক ফিরে যাওয়ার সময় ভারতের স্কোর ছিল 70 রানে 3 উইকেট। এরপর ফিরে যান ঈশানও । 94 রানে 4 উইকেট হারিয়ে ততক্ষণে সহজ কাজ নিজেরাই কঠিন করে ফেলেছিলেন রোহিতরা। শেষে অবশ্য আর কোনও চমক ছিল না। অধিনায়ক রোহিত আর রবীন্দ্র জাদেজার সৌজন্যে জয়ের জন্য দরকারি রান তুলে নেয় ভারত।

আরও পড়ুন:বার্বেডোজে অভিষেকেই দুরন্ত মুকেশ, জাদেজার ঘূর্ণি বেসামাল হেটমায়াররা

Last Updated : Jul 28, 2023, 11:14 AM IST

ABOUT THE AUTHOR

...view details