ধরমশালা, 27 ফেব্রুয়ারি : মাথায় চোট পেয়ে হাসপাতালে ভর্তি ভারতীয় দলের উইকেট কিপার-ব্যাটার ইশান কিষাণ (Ishan kishan head injury) ৷ হিমাচল প্রদেশের কাংড়ে জেলার একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে ৷ ইতিমধ্যেই সিটি স্ক্যান করা হয়েছে ৷ চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন ইশান ৷
শনিবার ধরমশালায় শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-20 ম্যাচে মাথায় আঘাত পান ইশান ৷ লাহিরু কুমারের বল তাঁর হেলমেটে গিয়ে লাগে ৷ সঙ্গে সঙ্গে মাটিতে বসে পড়েন তিনি ৷ এরপর বেশিক্ষণ ব্যাটও করতে পারেননি ৷ প্রথম টি-20-তে 89 রানের বিধ্বংসী ইনিংস খেলা ইশান এদিন মাত্র 14 বলে 16 রান করে আউট হন ৷ তারপরই চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে ৷ ফিল্ডিং করার সময় আঙুলের চোট লাগায় শ্রীলঙ্কার দিনেশ চান্ডিমলকেও ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷