কলকাতা: চতুর্থ ভারতীয় তথা আন্তর্জাতিক স্তরে সপ্তম ব্যাটার হিসেবে 50 ওভারের ম্যাচে দ্বিশতরান করেছেন ঈশান কিষাণ ৷ একই সঙ্গে ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম 200 রানের মালিক হয়েছে টিম ইন্ডিয়ার এই তরুণ ব্যাটার ৷ ঈশানের ইনিংসের পর সোশাল মিডিয়ায় অভিনন্দনের জোয়ার ৷ আর যে ব্যক্তি প্রথম এই কীর্তি গড়েছিলেন, সেই সচিন তেন্ডুলকর এদিন ঈশানকে অভিনন্দন জানান (Ishan Kishan Gets Double Praise from Sachin Tendulkar) ৷ তিনি লেখেন, ‘‘যে ইনিংস তুমি খেললে, তার জন্য ডাবল প্রশংসা প্রয়োজন !’’ একসঙ্গে বিরাটকেও তাঁর 72তম শতরানের জন্য অভিনন্দন জানান লিটল মাস্টার ৷
সচিন লেখেন, ‘‘এক অসাধারণ নক ! এক অসাধারণ নক ! যে ইনিংস তুমি খেললে, তার জন্য ডাবল প্রশংসা প্রয়োজন ! বিরাট তুমিও অসাধারণ নক খেললে ৷ অনেক অভিনন্দন !’’
দ্বিতীয় ভারতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে দ্বিশতরানের মালিক বীরেন্দ্র সেহবাগ(Virender Sehwag) এদিন ঈশানের উচ্ছ্বসিত প্রশংসা করেন ৷ তিনি লেখেন, ‘‘এভাবেই করতে হয় ৷ অসাধারণ ঈশান কিষাণ ৷ এই ধরনটাই ভারতীয় দলকে বিশ্বের সেরা করে তুলবে ৷’’
হার্দিক পান্ডিয়া(Hardik Pandya) ঈশানকে অভিনন্দন জানিয়ে লেখেন, ‘‘অসাধারণ ! খুব ভালো ইশু ৷ তোমার জন্য খুব খুব গর্বিত ৷ ওয়েল ডিজার্ভ ৷"
প্রাক্তন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী ঈশানকে অভিনন্দন জানিয়ে লেখেন, ‘‘তারুণ্যে জোশ তার চরম সীমানায় পৌঁছে গিয়েছে ৷ খুব ভালো ৷ একজন তরুণ হিসেবে এভাবেই ষাঁড়ের সিং ধরার মতো করে নিজের সুযোগকে দু’হাতে কাজে লাগাতে হয় ৷’’
আরও পড়ুন:ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড ঈশানের
ইশানের প্রশংসা করেন ভিভিএস লক্ষ্মণ ৷ তিনি লেখেন, ‘‘বল হিট করার কি অসাধারণ প্রদর্শনী ঈশান ! যে কোনও ফরম্যাটে ডাবল সেঞ্চুরি করা অসাধারণ ৷ আর সেটা 35 ওভারের মধ্যে করা, মাথা ঘুরিয়ে দেওয়ার মতো ! কী প্রতিভা ! আমি নিশ্চিত এটা নতুন করে বিশেষ কিছু ঘটতে চলার সূচনা হল ৷
আরও পড়ুন:বাংলাদেশের বিরুদ্ধে শতরান করে পন্টিংকে টপকালেন বিরাট, সামনে শুধুই সচিন
ঈশান কিষাণের ইনিংসে প্রাক্তন ও বর্তমান সকলেই মুগ্ধ ৷ কিন্তু, রেকর্ডের অধিকারী ঈশান কী বলছেন ? ম্যাচ শেষে সঞ্চালকের প্রশ্নে ঈশান বলেন, ‘‘আমি প্রায় 15 ওভার বাকি থাকতে আউট হয়ে গেলাম ৷ আমি 300 করতে পরাতাম ৷’’ পাশাপাশি, সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেহবাগ, রোহিত শর্মাদের সঙ্গে একসারিতে চলে এলেন ঈশান ৷ এ নিয়ে রাঁচির তরুণের জবাব, ‘‘আমি ভাগ্যবান, এমন কিংবদন্তিদের সঙ্গে আমার নাম জুড়ে গিয়েছে ৷ এই উইকেট ব্যাট করার জন্য খুব খুব ভালো ৷ আমার উদ্দেশ্য খুব স্পষ্ট ছিল ৷ যদি বল আমার জোনে থাকে, তাহলে আমি মারবই ৷’’