বেঙ্গালুরু, 12 ফেব্রুয়ারি : সম্ভাবনা ছিলই ৷ শনির বারবেলায় সেই সম্ভাবনায় সিলমোহর দিয়ে 2022 আইপিএলের মেগা নিলামে চমকে দিলেন ইশান কিষান ৷ জাতীয় দলের প্রতিশ্রুতিমান ব্যাটারকে 15.25 কোটি টাকায় কিনে নিল মুম্বই ইন্ডিয়ানস (Ishan Kishan sold to MI for 15.25 cr) ৷ অর্থাৎ, পুরনো দলেই রইলেন তরুণ এই স্টাম্পার-ব্যাটার ৷ তবে যেটা লক্ষণীয় সেটা হল, রিটেইন না করলেও মেগা নিলামে ইশান কিষানের জন্য চেষ্টার কোনও ত্রুটি রাখল না পাঁচবারের চ্যাম্পিয়নরা ৷
মুম্বইয়ের সঙ্গে কিষানকে দলে পেতে মরিয়া ছিল সানরাইজার্স হায়দরাবাদ, পঞ্জাব কিংস, গুজরাত টাইটান্সও ৷ কিন্তু শেষ পর্যন্ত ফের মুম্বই ইন্ডিয়ান্সেই অন্তর্ভুক্ত হল জাতীয় দলের ক্রিকেটার ৷ সেইসঙ্গে আইপিএল নিলামে এযাবৎ ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সর্বাধিক দামি ক্রিকেটারের তকমা পেয়ে গেলেন তিনি (Ishan Kishan becomes second costliest Indian player in IPL auction) ৷ 2015 দিল্লি ডেয়ারডেভিলস 16 কোটি টাকায় কিনেছিল যুবরাজ সিংকে ৷ সেই রেকর্ডের অদূরেই এদিন থমকে যেতে হল কিষানকে ৷ তবে কেরিয়ারের শুরুতে তরুণ ক্রিকেটারের এই উত্থান ভীষণ উল্লেখযোগ্য ৷ বিশেষ করে 2020 আইপিএলে 14 ম্যাচে পাঁচশোরও বেশি রান সংগ্রহ করার বিষয়টি ইশানের বড় দাম পাওয়ার পিছনে অন্যতম কারণ ৷