পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

WTC Final 2021 : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কি রাহানের অ্যাসিড টেস্ট ? - WTC final

শান্তশিষ্ট নিপাট ভদ্রলোক ৷ অজিঙ্কা রাহানেকে বর্ণনা করতে গেলে বাংলা অভিধানের এই শব্দগুলি অবশ্যই ব্যবহার করতে হবে ৷ তবে যখন ক্রিকেট মাঠে কোনও কঠিন পরিস্থিতি তৈরি হয়, ভারতের ফিনিক্স পাখির মতো উদয় হয়েছেন রাহানে ৷

দুরন্ত রাহানে
দুরন্ত রাহানে

By

Published : Jun 6, 2021, 5:15 PM IST

কলকাতা, 6 জুন : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনাল ৷ একটা ম্যাচই বলে দেবে বছরভর টেস্টে বিশ্বসেরা কে ৷ প্রস্তুত মঞ্চ ৷ প্রস্তুত ক্রিকেটাররা ৷ 18 জুন সম্মুখ সমর ৷ তবে এই কঠিন টেস্টই কি ভারতীয় সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানের(Ajinkya Rahane) কাছে অ্যাসিড টেস্ট হতে চলেছে? প্রশ্নটা উঠছে ৷

ফাইনাল । আক্ষরিক অর্থে প্রতিযোগিতার শেষ ম্যাচ । কিন্তু, রাহানের মতো ক্রিকেটারের ক্ষেত্রে এটা শেষ ম্যাচ নয় । হওয়াটা বাঞ্ছনীয়-ও নয় । অনেকটা পথ চলা এখনও বাকি...

এর পরই নতুন টুর্নামেন্ট ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ় দিয়ে সূচনা ৷ আর সেই টেস্টে প্রথম একাদশে থাকতে হলে এই 'ফাইনাল টেস্ট'টি অবশ্যই রাহানের অ্যাসিড টেস্ট হতে চলেছে ৷

শান্তশিষ্ট নিপাট ভদ্রলোক ৷ অজিঙ্কা রাহানেকে বর্ণনা করতে গেলে বাংলা অভিধানের এই শব্দগুলি অবশ্যই ব্যবহার করতে হবে ৷ তবে যখন ক্রিকেট মাঠে কোনও কঠিন পরিস্থিতি তৈরি হয়, ভারতের ফিনিক্স পাখির মতো উদয় হয়েছেন রাহানে ৷

তবে, কথায় আছে ফাটল দেখা গেলে, দ্রুত সেগুলি মেরামত করো, নাহলে বাঁধ ধরে রাখা মুশকিল ৷ এই আপ্তবাক্যটি রাহানের ক্ষেত্রেও প্রযোজ্য ।

ফিরে দেখা যাক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে(Melbourne Cricket Ground) 2020 সালের বক্সিংডে টেস্ট ৷ আগের ম্যাচেই মাত্র 36 রানে অল-উইকেট ৷ তাই বক্সিং ডে টেস্টে যাবতীয় দায়িত্ব ছিল রাহানের কাঁধে ৷ নিজের দায়িত্ব নিজের মতো করে পালন করলেন অস্থায়ী অধিনায়ক ৷ তাঁর সে-দিনের পারফরমেন্সকে ক্রিকেটের কিংবদন্তিদের ইনিংসের সঙ্গে তুলনা করা হয়েছিল ৷ তাঁর ইনিংস ভারতকে ম্যাচ জিতেয়েছিল ৷

এমসিজি-তে দুরন্ত রাহানে

কিন্তু, তারপর থেকে রাহানের ব্যাটে আর রান দেখা যায়নি ৷

এবার একটু রাহানের সাম্প্রতিক কয়েক বছরের পরিসংখ্যানের দিকে চোখ বোলানো যাক । 2017 সালের পর থেকে কেরিয়ারে মাত্র একবার 40 এর উপর নিজের গড় রাখতে পেরেছেন অজিঙ্কা ৷ 2017 থেকে 2021 পর্যন্ত প্রতিবছর যথাক্রমে তাঁর ব্যাটিং গড় হল 34.62, 30.66, 71.33, 38.85 ও 17.60 ৷ অর্থাৎ 2019 সালে তাঁর ব্যাটিং গড় ছিল সর্বাধিক 71.33 ৷

ভারতের টপ অর্ডার কার্যত তারকা খচিত ৷ যদি তাঁরা সবাই ক্রিজে থিতু হতে পারেন, তাহলে দলের বাকি ক্রিকেটারদের প্যাড পরার দরকার পড়ে না ৷ তবে যখন প্রথম চার ব্যাটসম্যান ব্যর্থ হন, তখনই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে রাহানের ভূমিকা ৷ খাদের কিনারা থেকে দলকে তুলে আনা নয়, ইনিংসও তৈরি করতে হয় ৷

আরও পড়ুন : Team India : ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়ার মতো অপ্রতিরোধ্যর তকমা পাবে ভারত ?

ঋষভ পন্থ ভাল ব্যাটিং করেন ৷ কিন্তু, তাঁর ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন রয়েছে ৷ নিজের দিনে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা এক্স ফ্যাক্টর হয়ে ওঠেন ৷ কিন্তু, এ-ভাবে দিনের পর দিন চলে না ৷ চলতে পারে না । ঠিক এখানেই গুরুত্ব রাহানের । প্রথম পাঁচ জনের সঙ্গে শেষ পাঁচ জনের যোগ সূত্রের কাজটা করতে হয় তাঁকে । আর এ-কাজ করতে হলে সবার আগে দরকার ব্যাটে রান ৷ এই খারাপ সময় কাটাতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তুলনায় ভাল মঞ্চ আর কী হতে পারে ৷

তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও যদি ব্যর্থ হন রাহানে, তাহলে কী হবে?

দরকারের সময় বেশ কয়েকটি মাস্টার ক্লাস ইনিংস খেলেছেন রাহানে ৷ তবে সেগুলি তাঁর ধারাবাহিকতার ফাটল মেরামতি করার জন্য যথেষ্ট কি ?

ABOUT THE AUTHOR

...view details