পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: রাশিদের সঙ্গে পাঠানের নাচ, পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানের জয়ের উৎসবে সামিল ইরফান - ইরফান পাঠান

Irfan Pathan Celebrates Afghanistan Victory: সোমবার রাতে আফগানিস্তানের কাছে ধরাশায়ী হয় পাকিস্তান ৷ এবারের বিশ্বকাপে এটা আফগানিস্তানের দ্বিতীয় জয় ৷ চেন্নাইয়ে এই জয়ের পর রাশিদ খানরা উৎসবে মাতেন ৷ সেই উৎসবে যোগ দেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান ৷

ICC World Cup 2023
ICC World Cup 2023

By ETV Bharat Bangla Team

Published : Oct 24, 2023, 11:19 AM IST

চেন্নাই, 24 অক্টোবর: বিশ্বকাপের গ্রুপ পর্যায়ের ম্যাচে সোমবার রাতে পাকিস্তানকে আট উইকেটে হারিয়ে দিয়েছে আফগানিস্তান ৷ তার পর চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে উৎসবে মাতেন আফগান খেলোয়াড়রা ৷ সেই উৎসবে যোগ দিতে দেখা যায় প্রাক্তন ভারতীয় পেসার ইরফান পাঠানকে ৷ আফগান স্পিনার রাশিদ খানের সঙ্গে নাচতেও দেখা যায় তাঁকে ৷

এবারের বিশ্বকাপে এটা আফগানিস্তানের দ্বিতীয় জয় ৷ এর আগে তারা দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথম জয় পায় ৷ সেই ম্যাচেও তারা জায়ান্ট কিলার ছিল ৷ তাদের কাছে হেরে যায় গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্য়ান্ড ৷ এবার হারল বাবর আজমের দল ৷

সেই জয়ের পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ছিলেন আফগান ক্রিকেটাররা ৷ যে সমর্থকরা মাঠে তাঁদের সমর্থন করেছেন, সেই সমর্থকদের ধন্যবাদ দিতে গ্যালারির পাশ বরাবর পুরো মাঠ প্রদক্ষিণ করেন গুরবাজ, নবীন-উল, রাশিদরা ৷ সেই সময় মাঠেই ছিলেন ইরফান পাঠান ৷

এবারের বিশ্বকাপে তাঁর ভূমিকা ধারাভাষ্যকারের ৷ সেই কারণেই তিনি মাঠে ছিলেন৷ তখনই তিনি মুখোমুখি হন রাশিদের ৷ তখনই তিনি রাশিদের সঙ্গে সেলিব্রেশন করেন ৷ পরে রাশিদের সঙ্গে নাচের ভিডিয়ো তিনি পোস্ট করেন সোশাল মিডিয়ায় ৷ লেখেন, রাশিদকে দেওয়া প্রতিশ্রুতি তিনি রেখেছেন ৷

উল্লেখ্য, সোমবার চিপকে প্রথমে ব্যাট করে 282 রান তোলে পাকিস্তান ৷ সেই রান তাড়া করতে নেমে মাত্র দুই উইকেট হারিয়েই ম্যাচ জিতে নেয় আফগানিস্তান ৷ তাদের ওপেনিং জুটি রহমানিল্লা গুরবাজ (65) ও ইব্রাহিম জারদান (87) দুর্দান্ত পারফরম্যান্স করেন ৷ তাদের আরও এক ব্যাটার রহমত শাহ 77 রানে নট আউট থেকে দলকে কাঙ্খিত জয় উপহার দেন ৷ 49 ওভারেই ম্যাচ জিতে যায় আফগানিস্তান ৷

এই জয়ে পয়েন্ট টেবিলেও অনেকটা এগিয়ে এল রাশিদরা ৷ তারা এখন ষষ্ঠস্থানে রয়েছে৷ তাদের পয়েন্ট 4 ৷ অস্ট্রেলিয়া ও পাকিস্তানের পয়েন্ট চার ৷ কিন্তু রান-রেটে এগিয়ে থাকায় এই দু’টি দল আফগানিস্তানের থেকে পয়েন্ট টেবিলে উপরে রয়েছে ৷ অস্ট্রেলিয়ার স্থান চারে ৷ আর পাকিস্তান রয়েছে পঞ্চম স্থানে ৷

আফগানিস্তানের পরের ম্যাচ আগামী 30 অক্টোবর ৷ সেদিন তারা মুখোমুখি হবে শ্রীলঙ্কার ৷ সেই ম্যাচ হবে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে ৷ শ্রীলঙ্কার পারফরম্যান্স এবারের বিশ্বকাপে আশানুরূপ নয় ৷ তাছাড়া গতমাসে এশিয়া কাপের সুপার ফোর পর্বে আফগানিস্তান প্রায় হারিয়েই দিয়েছিল শ্রীলঙ্কাকে ৷ তাই এই ম্যাচ জেতার বিষয়েও আশাবাদী হতে পারেন আফগান সমর্থকরা ৷

আরও পড়ুন:বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারানোর পর পাক 'বধ' আফগানদের

ABOUT THE AUTHOR

...view details