দুবাই, 16 সেপ্টেম্বর: আসন্ন টি-20 বিশ্বকাপের দলে জায়গা হয়নি ৷ স্বভাবতই মন ভাল নেই যজুবেন্দ্র চাহালের ৷ তবে ভেঙে পড়তে রাজি নয় টিম ইন্ডিয়ার লেগ-স্পিনার ৷ আইপিএলের হাত ধরে ফের ভারতীয় দলে ফিরতে মরিয়া চাহাল ৷
19 তারিখ থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হচ্ছে 2021 আইপিএলের দ্বিতীয় পর্ব ৷ মরু শহরের পিচে বিরাট কোহলির দলের অন্যতম ভরসা টিম ইন্ডিয়ার এই ব্রাত্য লেগ-স্পিনার ৷ 20 তারিখ আবুধাবিতে কলকাতা নাইটরাইডার্সের বিরুদ্ধে চতুর্দশ আইপিএলের দ্বিতীয় লেগ শুরু করছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ তবে টুর্নামেন্টে নামার আগে জাতীয় নির্বাচকদের একহাত নিলেন চাহাল ৷
কোয়ারান্টিনে কাটিয়ে মরু শহরে প্র্যাকটিস শুরু করেছে কোহলি অ্যান্ড কোং ৷ ট্রেনিং সেশনে ব্যাটিং করার ইচ্ছেপ্রকাশ করেন কোহলিদের দলের এই লেগ-স্পিনার ৷ কিন্তু শর্ত একটাই গ্লেন ম্যাক্সওয়েলকে বোলিং করতে হবে ৷ তবে প্রথম প্র্যাকটিস সেশনে নিজের বোলিংয়ে খুশি চাহাল ৷ তিনি বলেন, "প্রথম প্র্যাকটিস সেশনে নিজের বোলিং নিয়ে আমি সন্তুষ্ট ৷ আজ আমি যা বোলিং করেছি, তাতে খুশি ৷"
আরও পড়ুন:করোনার ভীতি কাটিয়ে আইপিএলে মাঠে ফিরছে দর্শক
ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি দলের পারফরম্যান্স নিয়ে খুশি আরসিবি স্পিনার ৷ চাহাল বলেন, " পয়েন্ট তালিকায় দল ভাল জায়গায় থাকলেও বোলিংয়ে আত্মবিশ্বাস বাড়ে ৷ এবার লিগ টেবলে আমাদের উপরের দিকে শেষ করার দারুণ সুযোগ রয়েছে ৷ এই অনুভূতি থেকে বলতে পারি ওল্ড যুজি ইজ ব্যাক ৷" নির্ধারিত সূচি অনুযায়ী চলতি বছর এপ্রিলে ঘরের মাঠে শুরু হয়েছিল চতুর্দশ আইপিএল ৷ কিন্তু একাধিক ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ায় মাঝপথেই টুর্নামেন্ট স্থগিত করে দিতে বাধ্য হয় বিসিসিআই ৷ এই সময় সাত ম্যাচে 10 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শেষ করে কোহলির আরসিবি ৷