কলকাতা, 12 মে: কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে আইপিএল অভিষেক হয়েছিল ৷ সেই প্রতিপক্ষের বিরুদ্ধে ইডেনেই আইপিএল-এর সবচেয়ে সফল বোলার হলেন যুজবেন্দ্র চহাল ৷ আইপিএল-এ উইকেট শিকারের তালিকায় ডোয়েন ব্র্যাভোকে ছাপিয়ে এক নম্বরে উঠে এলেন তিনি ৷ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে 4 উইকেট নিয়েছেন তিনি ৷ সেই সঙ্গে আইপিএল কেরিয়ারে 187 উইকেট হয়ে গিয়েছে তাঁর ৷ কেকেআর ক্যাপ্টেন নীতীশ রানার উইকেট নিয়ে এই কীর্তি অর্জন করেন চাহাল ৷ 41 বল বাকি থাকতে 9 উইকেটে ম্যাচ জিতে প্লে-অফের আশা বাঁচিয়ে রেখেছে রজওয়াররা ৷
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এক উইকেট পেয়েছিলেন চাহাল ৷ সেই ম্যাচের পর 183 উইকেট নিয়ে ডোয়েন ব্র্যাভোর সঙ্গে যৌথভাবে একনম্বরে ছিলেন তিনি ৷ বৃহস্পতিবার স্পেলের প্রথম ওভারেই নীতীশ রানাকে স্কোয়ার লেগ বাউন্ডারিতে সিমরন হেটম্যায়ারের হাতে ক্যাচ আউট করান ৷ সেই সঙ্গে এককভাবে আইপিএল-এর সেরা বোলার হলেন তিনি ৷ গতকালের ম্যাচে 4 ওভারে 25 রান দিয়ে 4 উইকেট নিয়েছেন ভারতীয় এই লেগ স্পিনার ৷ এই মুহূর্তে আইপিএল-এ তাঁর মোট উইকেট সংখ্যা 187 ৷
যুজবেন্দ্র চাহাল আইপিএল-এ এখনও পর্যন্ত 143 ম্যাচ খেলেছেন ৷ যার মধ্যে 142 ইনিংসে 21.28 গড়ে 187 উইকেট নিয়েছেন ৷ স্ট্রাইকরেট 16.71 ৷ আইপিএল ইকনমি 7.64 এবং সেরা বোলিং 2022 সালে কেকেআর-এর বিরুদ্ধে 40 রান দিয়ে 5 উইকেট ৷ সেই ম্যাচে চাহাল হ্যাটট্রিক করেছিলেন ৷ গতকাল তাঁর উইকেটের তালিকায় কেকেআর-এর এই সিজনের সফল ব্যাটররা ছিলেন ৷ অধিনায়ক নীতীশ রানা, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং এবং শার্দূল ঠাকুর ৷ এর মধ্যে নীতীশ রানাকে এই নিয়ে 5 বার আউট করলেন যুজবেন্দ্র চাহাল ৷
আরও পড়ুন:আইপিএল-এ দ্রুততম হাফ সেঞ্চুরি, যশস্বীকে কুর্নিশ ক্রিকেট বিশ্বের
চাহাল আইপিএল-এর শুরু করেছিলেন মুম্বই ইন্ডিয়ান্স থেকে ৷ সেখানে 3 বছরে খুব একটা সুযোগ পাননি এই লেগি ৷ সেখান থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে যোগ দেন চাহাল ৷ গত মরশুমে আরসিবি তাঁকে ছেড়ে দেয় ৷ রাজস্থান রয়্যালস চাহালকে দলে নেয় এবং সেখানেও নিজেকে প্রমাণ করেন ৷ উল্লেখ্য়, কলকাতার ইডেন গার্ডেন্সেই 2013 সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল অভিষেক হয়েছিল তাঁর ৷ সেই মাঠেই আইপিএল-এর সেরা বোলারের মুকুট পড়লেন ‘চতুর-চঞ্চল-চালাক-চাহাল’ ৷