মুম্বই, 1 মে: রবিবার রাতে ওয়াংখেড়েতে 213 রান তাড়া করে জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স ৷ আইপিএল-এর 1000 তম ম্যাচে এই জয়ের পর টিম ডেভিড কিংবা বার্থ ডে বয় রোহিত শর্মাকে নিয়ে কথা হওয়া উচিত ৷ কিন্তু, আলোচনার কেন্দ্রে রাজস্থান রয়্যালসের যশস্বী জয়সওয়াল ৷ রবিবার রাতে আরব সাগরের পারে বিধ্বংসী সেঞ্চুরি হাঁকিয়ে প্রচারের আলোয় 2020 অনূর্ধ্ব-19 বিশ্বকাপের সর্বাধিক রানস্কোরার ৷ তরুণ মুম্বইকরের 62 বলে 124 রানের ইনিংসে মুগ্ধ বিপক্ষ শিবিরের অধিনায়ক রোহিত শর্মা থেকে ধারাভাষ্যকার, সকলে ৷ সেই তালিকায় বাদ নেই রাজস্থান রয়্যালসের ক্রিকেট ডিরেক্টর কুমার সাঙ্গাকার ৷ জানালেন, শুধু আইপিএল নয়, যশস্বী আন্তর্জাতিক ক্রিকেটেও অনেকদূর যাবে ৷
চলতি আইপিএলে এখনও পর্যন্ত 9 ম্যাচ খেলে 428 রান করেছেন যশস্বী ৷ 3 টে হাফ সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি রয়েছে সেখানে ৷ গড় 47.5 ৷ সবমিলিয়ে রবিবার রাতে অরেঞ্জ ক্যাপের মালিক হয়েছেন রয়্যালসের বাঁ-হাতি ওপেনার ৷ যে দলের ডিরেক্টর বিশ্বের অন্যতম সেরা বাঁ-হাতিদের একজন, প্রাক্তন শ্রীলঙ্কান অধিনায়ক কুমার সাঙ্গাকারা ৷ দলের তরুণ ওপেনারের প্রশংসায় তিনি জানালেন, যশস্বী শুধুমাত্র অসীম প্রতিভাবান ক্রিকেটার নয় ৷ একইসঙ্গে কঠোর পরিশ্রমী ৷ দীর্ঘক্ষণ নেটে সময় দেয় নিজেকে ম্যাচের জন্য প্রস্তুত করতে ৷ ততক্ষণ পর্যন্ত অনুশীলন চালিয়ে যায় যতক্ষণ না নিজে সন্তুষ্ট হচ্ছে ৷