নয়াদিল্লি, 21 মে: আইপিএল মানেই বিনোদন ৷ তা সে মাঠেই হোক বা মাঠের বাইরে ৷ শনিবার দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচেও সেরকমই একটি মুহূর্ত উঠে এল ৷ সৌজন্যে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার ৷ দিল্লির ব্যাটিং চলাকালীন ওয়ার্নারকে জাদেজার তলোয়ারবাজির স্টাইল নকল করতে দেখা যায় ৷ আর সেই নিয়েই সোশাল মিডিয়ায় সমর্থকদের কাছে অজি ক্রিকেটারের প্রশ্ন, কারটা সেরা ? সেই মজার মুহূর্তের ভিডিয়োটি শেয়ারও করেছেন ডেভিড ওয়ার্নার ৷
আইপিএলের লিগ পর্যায় অনেক আগেই ছিটকে গিয়েছে দিল্লি ক্যাপিটালস ৷ শনিবার দুপুরে অরুণ জেটলি স্টেডিয়ামে চেন্নাইয়ের বিরুদ্ধে লিগের শেষ ম্যাচ খেলতে নামে তারা ৷ সেখানেই দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সময় এক মজার মুহূর্তে দর্শকদের উপহার দেন ক্যাপিটালস অধিনায়ক ওয়ার্নার ৷ ইনিংসের পঞ্চম ওভারে দীপক চাহারের স্লোয়ার মিস টাইম হয় তাঁর ব্যাটে ৷ কিন্তু, তার পরেও একটি ঝুঁকিপূর্ণ রান নেন তিনি এবং ফিল সল্ট ৷
এক্সট্রা কভার থেকে মইন আলি ঠিকঠাক থ্রো করলে, ওয়ার্নার নিশ্চিতভাবে আউট ছিলেন ৷ কিন্তু, বল উইকেট মিস করে উলটোদিকে থাকা অজিঙ্ক রাহানের হাতে যায় ৷ ওয়ার্নার আবারও ক্রিজ ছেড়ে বেরিয়ে রাহানে কী করেন ? তা দেখতে থাকেন ৷ রাহানেও উলটো দিক থেকে নন-স্ট্রাইকার এন্ডে বল থ্রো করেন ৷ ওয়ার্নার দৌড়ে ক্রিজে ঢুকে যান ৷ তবে, রাহানেও অনেক বাইরে থ্রো করেন ৷ এবার বল যায় রবীন্দ্র জাদেজার হাতে ৷ এবারেও ওয়ার্নার ক্রিজ ছেড়ে বেরিয়ে যান ৷ তবে, বেশি দূর এগোননি ৷ কারণ, বল তখন স্যর জাদেজার হাতে ৷ যিনি বাউন্ডারি লাইন থেকেও সিঙ্গল স্টাম্প ভাঙতে দক্ষ ৷