পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL 2023: দিল্লির লাগাতার হারে কোচ পন্টিংকেই দুষছেন সেহওয়াগ - Ricky Ponting

সাফল্যের মতো দিল্লি ক্যাপিটালসের হারের দায়ও রিকি পন্টিংকে নিতে হবে ৷ পরপর 5 হারের পর এভাবেই দিল্লি ক্যাপিটালসের কোচ রিকিকে একহাত নিলেন ফ্র্যাঞ্চাইজির প্রাক্তন প্লেয়ার বীরেন্দ্র সেওয়াগ ৷

IPL 2023 ETV BHARAT
IPL 2023

By

Published : Apr 16, 2023, 7:53 PM IST

মুম্বই, 16 এপ্রিল:টানা পাঁচ ম্যাচ হেরে আইপিএলে পয়েন্ট তালিকায় সবার নীচে দিল্লি ক্যাপিটালস ৷ আর ডেভিড ওয়ার্নারের দলের এহেন ফলাফলের নেপথ্য কারণ হিসেবে দিল্লির কোচ রিকি পন্টিংকে একহাত নিলেন বীরেন্দ্র সেহওয়াগ ৷ দিল্লি ক্যাপিটালসের এই হারের দায় কোচকে নিতে হবে বলে জানিয়েছেন তিনি ৷ তাঁর স্পষ্ট বক্তব্য, রিকি গত কয়েকবছরে দিল্লির সাফল্যের কৃতিত্ব দাবি করলে ব্যর্থতার দায়ও তাঁকেই নিতে হবে ৷ উল্লেখ্য, ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস প্রথমের কয়েকটি ক্লোজ ম্যাচ হারলেও, গতকাল আরসিবি-র বিরুদ্ধে 23 রানের বড় ব্যবধানে পরাজয় স্বীকার করতে হয়েছে দিল্লিকে ৷

আর তার পরেই দিল্লি ফ্র্যাঞ্চাইজির কোচিং স্টাফের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন প্রাক্তন ভারতীয় ওপেনার ৷ বিশেষত, যখন প্রশ্নটা নিজের শহর তথা প্রাক্তন দলের ৷ সেখানে বীরুর রোষ দলের হেড কোচের উপরে গিয়ে পড়েছে ৷ তাঁর কথায়, ডেভিড ওয়ার্নার এবং তাঁর ডেপুটি অক্ষর প্যাটেল ভালো পারফর্ম করলেও, দলগত পারফরম্যান্স তুলে ধরতে ব্যর্থ হচ্ছে দিল্লি ৷ আর এখানেই টিম ম্যানেজমেন্টের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বীরেন্দ্র সেওয়াগ ৷

তিনি বলেন, ‘‘যখন দল জেতে তখন কোচরা তার কৃতিত্ব নেন ৷ তাই দল হারলেও, তাদের পুরো দায় নিতে হবে ৷ আমরা এর আগেও বলেছি যে, পন্টিং কোচ হিসেবে খুব ভালো কাজ করছে ৷ দিল্লি ক্যাপিটালসকে ফাইনালে নিয়ে গিয়েছিলেন ৷ এমনকী গত কয়েকবছরে ও একাধিকবার প্লে-অফে তুলেছে দিল্লিকে ৷ সেই সময় তাঁকে সব ক্রেডিট দেওয়া হয়েছিল এবং তিনি তা গ্রহণ করেছিলেন ৷ এবার পন্টিংকে দলের হারের দায়টাও নিতে হবে ৷’’ সেহওয়াগের কথায়, এটা ভারতীয় দল নয়; যেখানে দল জিতলে কোচ ক্রেডিট নিয়ে চলে যাবেন অথচ হারের দায় অন্য কারও উপর চাপিয়ে দেবেন ৷

আরও পড়ুন:পাওয়ার প্লে-তে বিধ্বংসী ভেঙ্কটেশ, 10 ওভারে তিন উইকেট খুইয়ে 90 তুলল নাইটরা

বীরেন্দ্র সেহওয়াগের মতে এটা আইপিএল ৷ এখানে কোচের কোনও ভূমিকা থাকে না দলের জয়-পরাজয়ের উপর ৷ আইপিএলে ম্যান ম্যানেজমেন্টটা বড় বিষয় বলে মনে করেন প্রাক্তন ভারতীয় ওপেনার ৷ সেখানে প্লেয়ারদের আত্মবিশ্বাস জোগানোটাই আসল বলেই তিনি জানান ৷ তাই বিশ্বজয়ী ভারতীয় দলের সদস্য জানান, দিনের শেষে দল ভালো পারফরম্যান্স করলে কোচের কাজও ভালোলাগে ৷ অতএব গত কয়েকবছরে দিল্লির সাফল্যের ক্রেডিট কখনোই রিকি পন্টিংয়ের প্রাপ্য নয়; মত সেহওয়াগের ৷

ABOUT THE AUTHOR

...view details