কলকাতা, 22 মে: আইপিএল-এর সবচেয়ে সফল ক্রিকেটার কে ? এই মুহুর্তে এই প্রশ্নের জবাব দেওয়া মোটেই কঠিন নয়। ক্রিকেট নিয়ে খবর রাখেন এমন লোকজন নির্ধিদ্বায় বলে দিতে পারবেন নামটা । তিনি বিরাট কোহলি ৷ আইপিএল-এর সবচেয়ে বেশি রান এবং সর্বাধিক সেঞ্চুরির মালিক ৷ রবিবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে তাঁর অপরাজিত 101 রানের দৌলতে 197 রানে পৌঁছেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ কিন্তু, একা কুম্ভ বিরাটরে পক্ষে তো আর রোজ সিংহাসন রক্ষা করা সম্ভব নয় ৷ তাই যা হওয়ার তাই হল ৷ বিরাট সফল হলেও, ফের একবার আইপিএল খেতাব জয়ের স্বপ্ন লিগ পর্যায়েই শেষ হয়ে গেল ৷
2014-2019 সাল পর্যন্ত স্বপ্নের ফর্মে ছিলেন বিরাট কোহলি ৷ সেই সময় তিনি যাই ছুঁয়েছেন তাই সোনা হয়েছে ৷ কিন্তু, তারপর সাড়ে তিন বছর ব্যর্থতার কাহিনী ৷ 2022-এর শেষে ফের ফর্মে ফিরেছেন তিনি ৷ আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি, আইপিএল এও সেই ফর্ম জারি রেখেছিলেন ৷ আগেও যেমন, এ বছরেই ঠিক একইভাবে তাঁর ব্যাট ভর করে অনেক ম্যাচ পার করেছে আরসিবি ৷ 2016-র পর 2023 আইপিএল ৷ ফের একবার সেঞ্চুরিয়ান বিরাটকে দেখা গেল ৷ মোট 5টি হাফ সেঞ্চুরি এবং 2 টি সেঞ্চরি করেছেন বিরাট ৷ সেই সঙ্গে টুর্নামেন্টের সবচেয়ে সফল ক্রিকেটার হয়ে উঠেছেন ৷
পরিসংখ্যান তাই বলছে ৷ বিরাট 237 আইপিএল ম্যাচে 7 হাজার 263 রান করেছেন ৷ সর্বোচ্চ রান 113 ৷ গড় 37.25 ৷ টি-20’র নিরিখে ঈর্ষণীয় ৷ স্ট্রাইকরেট 130.02 ৷ নট আউট থেকেছেন 34 বার ৷ হাফ সেঞ্চুরি 50টি ও সেঞ্চুরি 7টি ৷ 2016 সালে প্রথম আইপিএল সেঞ্চুরি করেছিলেন বিরাট ৷ আর প্রথমবারেই 4টি সেঞ্চুরি ৷ গুজরাত লায়ন্সের বিরুদ্ধে 2টি সেঞ্চুরি, 100 অপরাজিত ও 109 রান ৷ রাইজিং পুণে সুপার জায়ান্টসের বিরুদ্ধে 108 রান ৷ কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে 113 রান ৷ 2019 সালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে 100 রান ৷ 2023 সালে পরপর দু’ম্যাচে সেঞ্চুরি করলেন বিরাট ৷ প্রথমটি সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে 100 রান এবং রবিবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে 101 রানের অপরাজিত ইনিংস ৷