কলকাতা, 5 এপ্রিল: বৃহস্পতিবার ইডেনের আকাশে ঝড়ের পূর্বাভাস ! তবে, তা হাওয়া অফিসের পূর্বাভাস নয় ৷ চার-ছক্কার ঝড়ের পূর্বাভাস ৷ তাও আবার বিরাট কোহলির ব্যাট ঘিরে ৷ কিন্তু, সেই ম্যাচে 48 ঘণ্টা আগে অনুশীলনে নামেননি তিনি ৷ আরসিবি-র পক্ষ থেকে বলা হয়েছে, নিজেকে হালকা রাখতেই অনুশীলনে আসেননি ৷ এমনকী মঙ্গলবার সন্ধ্যের অনুশীলনও ছিল ঐচ্ছিক ৷ তাই বিরাট-সহ দলের 4 সিনিয়র ক্রিকেটারকে মঙ্গলবার সন্ধ্যেয় দেখা গেল শহরের একটি রেঁস্তোরায় ৷ কোন রেঁস্তোরা ? কোথায় আবার, বিরাট কোহলির নিজের রেঁস্তোরা 'ওয়ানএইট কমিউন'-এ ৷
হো-চি-মিন সরণিতে নিজের রেঁস্তোরায় হাজির হয়েছিলেন বিরাট ৷ সঙ্গে ছিলেন আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসিস, মহম্মদ সিরাজ এবং গ্লেন ম্যাক্সওয়েল ৷ রেঁস্তোরায় আসা লোকজন বিরাট এবং বাকিদের দেখে উৎসাহিত হলেন ৷ অনুরাগীদের আবদারও মেটালেন তারকারা ৷ বিশেষত, বিরাট কোহলি ৷ বিরাট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বাকি তিন সতীর্থর সঙ্গে রেঁস্তোরায় তোলা ছবি শেয়ারও করেছেন ৷ সেখানে সুন্দর মুহূর্ত কাটানোর পাশাপাশি, ভালো খাবারের স্বাদও উপভোগ করেছেন বলে জানিয়েছেন বিরাট ৷
প্রথম ম্যাচ জিতে ইডেনে নামার আগে মূলত ফুরফুরে মেজাজেই রয়েছেন বিরাট কোহলি থেকে শুরু করে বাকি আরসিবি দল ৷ আর সেটা বিরাটের ইনস্টাগ্রাম স্টোরিতেই স্পষ্ট ৷ তবে, বিরাট কোহলি ফুরফুরে মেজাজে থাকলেও, দিনটা ভালো গেল না ইডেনে বিরাটকে দেখতে আসা তাঁর অনুরাগীদের জন্য ৷ ঐচ্ছিক অনুশীলন থাকায়, বিরাট আসেননি ৷ কিন্তু, তাঁকে দেখতে ইডেনে প্রচুর অনুরাগী হাজির হয়েছিলেন ৷ দিনের শেষে বেজার মুখ নিয়ে ফিরতে হল তাঁদের ৷
আরও পড়ুন:আইপিএল ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নেই শ্রেয়স, হতে পারে অস্ত্রোপচার
প্রথম ম্যাচে দারুণ পারফর্ম করে আরসিবি-কে ম্যাচ জিতিয়েছেন বিরাট ৷ তাঁর অপরাজিত 82 রানের ইনিংসে মুম্বই ইন্ডিয়ান্সকে 8 উইকেটে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর ৷ আইপিএল-এ ওপেনার হিসেবে 3000 রানের গণ্ডি পেরিয়েছেন আগের ম্যাচে ৷ পাশাপাশি, অধিনায়ক ফাফ ডু প্লেসিস নিজেও দারুণ ফর্মে ৷ সব মিলিয়ে কেকেআর এর বিরুদ্ধে ইডেনে নামার আগে দল হিসেবে অনেকটাই এগিয়ে আরসিবি ৷ অন্যদিকে, প্রথমে সাকিব আল হাসানকে না পাওয়া কলকাতা এবার শ্রেয়স আইয়ারকেও পাচ্ছে না ৷ তিনি ইংল্যান্ড যাচ্ছেন পিঠের চোটের অস্ত্রোপচার করাতে ৷ তার উপর প্রথম ম্যাচে ছন্নছাড়া পারফর্ম্যান্স ছিল নাইটদের ৷ সব মিলিয়ে সমস্যায় জর্জরিত নাইটরা ৷