পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL 2023: নেতৃত্বে ফিরেই বাইশ গজ মাতালেন কিং কোহলি, ডু'প্লেসির ব্যাটে বড় রান আরসিবি'র - Royal Challengers Bangalore

20 ওভারে 174 রান তুলল ব্যাঙ্গালোর । সৌজন্যে, বিরাট কোহলি ও ফ্যাফ ডু'প্লেসির দুরন্ত অর্ধশতরান ।

Etv Bharat
Etv Bharat

By

Published : Apr 20, 2023, 5:27 PM IST

Updated : Apr 20, 2023, 6:01 PM IST

মোহালি, 20 এপ্রিল: 555 দিন পর নেতৃত্বে ফিরেছেন বিরাট কোহলি । পঞ্জাবের বিরুদ্ধে দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি । রয়্যাল চ্যালেঞ্জার্সের দায়িত্ব পেয়েই ব্যাট হাতেও সপ্রতিভ রানমেশিন । যোগ্য সঙ্গত করলেন ফ্যাফ ডু'প্লেসি । দুই ওপেনারের সৌজন্যে নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 174 রান তুলল ব্যাঙ্গালোর । শেষদিকে রানের গতি শ্লথ না-হলে 200 পার করে ফেলত ব্যাঙ্গালোরের ইনিংস ।

ইনিংসের শুরু থেকেই চালিয়ে খেলছিল ইন্দো-প্রোটিয়া জুটি । বিরাট-ডু'প্লেসি যুগলবন্দিতে প্রথম উইকেটে উঠল 137 রান । 47 বলে 59 রান করলেন বিরাট । কোহলির এদিনের ইনিংস সাজানো 5টি চার ও 1টি ছয়ে। বিধ্বংসী ব্যাটিং করলেন ফ্যাফ ডু'প্লেসি । 56 বলে 84 রানের ইনিংস খেললেন প্রোটিয়া ব্যাটার । পাওয়ার প্লে'তে দুরন্ত ব্যাট করলেও ধীরে ধীর রানরেট না-কমলে এদিন আরও বড় রান তোলার পথে এগোচ্ছিলেন বিরাটরা ।

17তম ওভারে বিরাটকে ফেরান হরপ্রীত ব্রার । পরের বলেই ফেরেন গ্লেন ম্যাক্সওয়েল । ব্রারের বলে অথর্ব তাইডের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে ফেরেন 'ম্যাড ম্যাক্স'। তারপর দীনেশ কার্তিক, মহিপাল লোমরোর, শাহবাজ আহমেদ কেউই দু'অঙ্কের রান করতে পারেননি । ফলে দুরন্ত ওপেনিং সত্ত্বেও 174 রানে থেমে যায় ব্যাঙ্গালোরের ইনিংস ।

আরও পড়ুন: জয়ের খোঁজে দিল্লিতে নাইটরা, ঘরের মাঠে অস্তিত্ব রক্ষার লড়াই সৌরভদের

2021 সালে নেতৃত্ব ছেড়েছিলেন কোহলি । গুরুদায়িত্ব ছেড়ে গতবছর সাধারণ ক্রিকেটার হিসেবেই পুরো আইপিএল মরশুমে খেলেছিলেন দিল্লি বয়। তবে 2023 ফের অধিনায়ক হিসেবে প্রত্যাবর্তন ঘটাল তাঁর ৷ এদিন ফ্যাফ ডু'প্লেসিকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্সরা। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, শারীরিক ভাবে ছন্দে নেই ফ্যাফ । ফলে ফিল্ডিংয়ের ধকল নিতে পারবেন না প্রোটিয়া ক্রিকেটার । তাঁর বদলে দলকে নেতৃত্ব দিচ্ছেন কোহলি । অধিনায়কের তাজ ফিরে পেয়েই যেন হারানো ছন্দ ফিরে পেলেন তিনি ।

আরও পড়ুন: 555 দিন পর ফের 'বিরাট চ্যালেঞ্জ' নিলেন কোহলি

Last Updated : Apr 20, 2023, 6:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details